জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে ‘ভূতপরী’।জয়া ফেসবুকে সিনেমার একটি ভিডিও পোস্ট করেছেন। এরপর তিনি সিনেমাটির একটি পোস্টারও প্রকাশ করেছেন। পোস্টারে দেখা গেছে, তিনি গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছেন জয়া।এছাড়া শিশুশিল্পীর চরিত্রে আছেন বিশান্তক মুখার্জি।এর আগে, ‘ভূতপরী’র গল্প সম্পর্কে জয়া আহসান জানিয়েছিলেন, ১৯৪৭ সালে এক নারীর মৃত্যু হয়েছিলো। কিন্তু অতৃপ্ত আত্মার মতো সে ভূত হয়ে ঘুরে বেড়ায়। ঘটনাক্রমে এতো বছর পর একটি ছোট্ট ছেলের সঙ্গে তার কথা হয়। গ্রামের ছোট ছেলেটি আবার প্রতিদিন অদ্ভুত স্বপ্ন দেখে।
সেইসঙ্গে পা দোলাচ্ছেন। পাশাপাশি তার পেছনে পরীর মতো দুটি ডানা।
এ সিনেমার পরিচালক ভারতের সৌকর্য ঘোষাল। ছবিতে ভূতপরীর চরিত্রে অভিনয় করেছেন জয়া। ছবিটিতে জয়া ছাড়াও অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি।
এভাবেই স্বপ্নে ৭০ বছর আগে মৃ্ত এক ভূত পরীর সঙ্গে আলাপ হয় ছেলেটির। চলতে চলতে পরীর মৃত্যুর ৭০ বছর পর জানা যায়, খুন হয়েছিলেন তিনি। পরে সেই ছোট ছেলেটি ভূতপরীকে তার খুনির কাছে পৌঁছে দেয়। এভাবেই এগিয়ে যায় কাহিনি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/qwwz