English

26.8 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫
- Advertisement -

গাজা ইস্যুতে ফের সোচ্চার হলেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা

- Advertisements -

গাজা ইস্যুতে আবারও সোচ্চার হলেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, গাজার নিষ্পাপ শিশুদের বাঁচাতে আমাদের সবার মানবিকতার দরজা খুলে দিতে হবে। তিনি নতুন পোপ লিও চতুর্দশকে গাজা সফরের অনুরোধ জানিয়েন। খবর বিবিসির।

ম্যাডোনার এই আহ্বান এসেছে এমন এক সময়, যখন যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান এক যৌথ বিবৃতিতে সতর্ক করেছে, ‘আমাদের চোখের সামনেই দুর্ভিক্ষ তৈরি হচ্ছে।’

ইনস্টাগ্রামে ম্যাডোনা লিখেছেন, ‘সবচেয়ে পবিত্র পিতা (পোপ), অনুগ্রহ করে গাজায় যান এবং দেরি হওয়ার আগে শিশুদের জন্য আপনার আলো নিয়ে আসুন। একজন মা হিসেবে আমি তাদের কষ্ট দেখাটা সহ্য করতে পারি না। বিশ্বের শিশু সবারই সন্তান। আপনি আমাদের মধ্যে একমাত্র ব্যক্তি, যাকে প্রবেশে বাধা দেওয়া যাবে না।’

ম্যাডোনা আরও লিখেছেন, ‘এই নিষ্পাপ শিশুদের বাঁচাতে মানবিক সহায়তার সব দরজা পুরোপুরি খুলে দিতে হবে।’ তিনি বার্তাটি শেষ করেছেন এভাবে, ‘সময় আর নেই। দয়া করে বলুন, আপনি যাবেন। ভালোবাসা রইল, ম্যাডোনা।’

এর আগেও গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন ম্যাডোনা। তাকে একাধিকবার মঞ্চে আবেগঘন মন্তব্য করতেও শোনা যায়।

গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা গত মাসে সতর্ক করে বলেছিলেন, ‘দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি’ অবরুদ্ধ এলাকায় তৈরি হচ্ছে। তবে ইসরায়েল গাজায় দুর্ভিক্ষের কথা অস্বীকার করেছে। তারা অভিযোগ করেছে, জাতিসংঘের সংস্থাগুলো সীমান্তে পৌঁছে দেওয়া সাহায্য সংগ্রহ ও বিতরণ করছে না।

গত সপ্তাহে জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে, গাজায় প্রবেশ করা সাহায্যের পরিমাণ এখনো ‘প্রয়োজনীয় ন্যূনতম মাত্রার চেয়ে অনেক কম’। সংস্থাটি বলেছে, ইসরায়েল-নিয়ন্ত্রিত সীমান্ত এলাকা থেকে সাহায্য সংগ্রহে এখনো নানা বাধা ও বিলম্বের মুখে পড়তে হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3q4q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন