১৬ জুলাইয়ের পর তাঁর ফেসবুক পেইজে আর কোনো পোস্ট ছিল না, যেখানে আগে প্রতিদিনই কিছু না কিছু দিতেন। গত বছরের ১৩ অক্টোবর রাতে নিজের ফেসবুক পেইজে একটি গান পোস্ট করেন । ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে’—এই গান প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শোরগোল ওঠে।
অনেকেই মনে করেছিলেন মমতাজ গানে ফিরবেন।
অনেকেই সে সময় মনে করেছিলেন, মমতাজ দেশের বাইরে অবস্থান করছেন। জুলাইয়ের ঘটনার পর বিদেশে চলে গেছেন। কিন্তু না, ঢাকায়ই ছিলেন এই গায়িকা।
মমতাজ গান ও রাজনীতি— দুক্ষেত্রেই সমান জনপ্রিয় ছিলেন। তবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। তার পর থেকেই ধীরে ধীরে আড়ালে চলে যান। অনেকেই মনে করেছিলেন, গানে ফিরবেন মমতাজ; কিন্তু সেটা আর হলো না।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মমতাজের বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে।