English

28 C
Dhaka
সোমবার, অক্টোবর ২০, ২০২৫
- Advertisement -

গুরুতর অসুস্থ ইমরান হাশমি, শুটিংয়ের মাঝে হাসপাতালে ভর্তি

- Advertisements -

নাসিম রুমি: পবন কল্যাণের সঙ্গে ‘ওজি’ ছবির শুটিং-এর মাঝে বিপত্তি। আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন ইমরান হাশমি। তড়িঘড়ি অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, রক্ত পরীক্ষায় ধরা পড়েছে, ডেঙ্গি আক্রান্ত তিনি।

গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল ‘গ্রাউন্ড জিরো’। দর্শকমহলে বহুল প্রশংসিত হয়েছিল সেই সিনেমা। সঙ্গে সিনেসমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিলেন ইমরান হাশমি। এরপর অ্যাকশন থ্রিলার ঘরানার প্যান ইন্ডিয়া ছবি ‘ওজি’তে দেখা যাবে ‘মার্ডার’ ছবির নায়ককে। মুম্বইয়ের আরে কলোনিতে সেই ছবির শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।

হাসপাতালে ইমরানের একাধিক পরীক্ষা করা হয়। সেখানেই জানা যায়, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন তিনি। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, শুটিংয়ের সময়ে অভিনেতার জ্বর ও গা, হাত-পা ব্যথার মতো বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছিল। আচমকাই ইমরান বেশি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। অভিনেতার পরিবার সূত্রের খবর, চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে এই মুহূর্তে হাসপাতালে পুরোপুরি বিশ্রামে রয়েছেন ইমরান।

‘মার্ডার’, ‘আশিক বনায়া আপনে’, ‘গ্যাংস্টার’, ‘জন্নত’, ‘দ্য ট্রেন’-এর মতো বহু ছবিতে কাজ করেছেন ইমরান। কেরিয়ারের শুরুতে ছবির অধিকাংশ দৃশ্যে নায়িকার সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। এবার‘ওজি’ ছবির হাত ধরেই দিয়েই দক্ষিণী ছবিতে পা রাখতে চলেছেন ইমরান হাসমি। যেখানে গুরুত্বপূর্ণ খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। চলতি বছর ২৫ সেপ্টেম্বর ‘ওজি’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। তারই মধ্যে অসুস্থতার জন্য আপাতত শুটিংয়ে বিরতি নিয়েছেন ‘আশিক বনায়া আপনে’- র অভিনেতা। ইমরানের সুস্থ হয়ে ওঠার প্রতীক্ষায় প্রযোজনা সংস্থা থেকে ছবির কলাকুশলীরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9qkd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন