English

28 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

গুরুতর অসুস্থ ঋত্বিকা সেন

- Advertisements -

মুখে অক্সিজেন মাস্ক, রুগ্ন চেহারা! চোখে মুখে কালি। গুরুতর অসুস্থ হয়ে টলিউডের উঠতি জনপ্রিয় নায়িকা ঋত্বিকা সেন! হঠাৎ করেই হাসপাতালে যেতে হলো অভিনেত্রীকে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবি দেখে রীতিমতো চমকে গেছেন অনুরাগীরা। দুর্নীতির তদন্তে নায়ক বনিকে তলব করতেই কি শরীর খারাপ ঋত্বিকার? সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ মজার ছলে টানছেন সেই প্রসঙ্গও। বনির সঙ্গে বেশ কয়েকটি হিট চলচ্চিত্র করেই তুমুল জনপ্রিয়তা পায় রিতিকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার ছবি শেয়ার করে ঋত্বিকা লিখেছেন, ‘শরীর অসুস্থ না হলে তার খেয়াল রাখা হয় না।’ তবে অভিনেত্রীর এই হাল দেখে চমকে উঠেছেন ভক্তরা! শরীর যেন একদম ভেঙে পরেছে রিতিকার।

সর্বশেষ তথ্য মতে, এখন বাড়িতেই চিকিৎসাধীন ঋত্বিকা। ওষুধ চলছে। কিন্তু কী হয়েছিল অভিনেত্রীর? ঋত্বিকা জানিয়েছেন, সর্দি-কাশি-জ্বর। বুকে ব্যাথা, খুব ক্লান্তি শরীরে। মৌসুম বদলে শারীরিক অবস্থা খারাপ হয়েছে। ইনফেকশনও হয়েছে অভিনেত্রীর। এখন বিশ্রামে রয়েছেন।

দীর্ঘদিন তাকে কোনো ছবিতে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যেই অনুরাগীদের উদ্দেশ্যে পোস্ট করেন নিজের ভিডিও।

২০১২ সালে জিতের ‘১০০ % লাভ’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন ঋত্বিকা। পার্শ্ব অভিনেত্রী হিসেবে কাজ করেছিলেন সিনেমাটিতে। এরপর ‘বরবাদ’ ছবিতে প্রধান নায়িকার ভুমিকায় অভিষেক ঋত্বিকার। তারপর দেবের সঙ্গে ‘আরশি নগর’। এছাড়াও মাসু, জিও পাগলা, রাজা রানী রাজির মতো একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qeyl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন