English

29 C
Dhaka
শুক্রবার, মে ৯, ২০২৫
- Advertisement -

গোটা একটা দ্বীপের মালিক এ বলিউড অভিনেত্রী!

- Advertisements -
বলিউড তারকারা পর্দায় যেমন গ্ল্যামারাস, তেমনি ব্যক্তিগত জীবনের জন্যও আলোচিত। এই তারকাদের বেশিরভাগই বিলাসবহুল জীবনযাপন করেন। জমকালো পেন্টহাউজ থেকে শুরু করে বিস্তীর্ণ প্রাসাদ পর্যন্ত, বলিউডের অনেক তারকা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। শাহরুখ থেকে সালমান, কিংবা ঐশ্বরিয়া থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ- বলিউড তারকারা তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির জন্য বরাবরই আলোচিত।
তবে এইসব প্রভাবশালী তারকার ভিড়ে আরো একটি নাম রয়েছে, যিনি বলিউডের প্রভাবশালী তারকা না হলেও সম্পত্তির দিক থেকে কম যান না। বলছিলাম অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের কথা। প্রায় দুই দশক ধরে বলিউডে কাজ করছেন জ্যাকলিন। যদিও আদতে তিনি শ্রীলঙ্কান অভিনেত্রী।

কিন্তু বলিউডে একমাত্র তিনিই এমন একজন অভিনেত্রী যার একটি নিজের দ্বীপ আছে।

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে, শ্রীলঙ্কার দক্ষিণ দিকে একটি চার একর জমি নিয়ে গঠিত দ্বীপের মালকিন হলেন জ্যাকলিন। ২০১২ সালে জ্যাকলিন এই জমিটি কেনেন। এই দ্বীপ কেনার জন্য অভিনেত্রী ৬০০ হাজার ডলার খরচ করেছেন।

সূত্রের খবর অনুসারে, জ্যাকলিন সেই দ্বীপে একটি বিলাসবহুল বাংলো বানাতে চেয়েছিলেন। নয়তো বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য লিজ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। যদিও সেই দ্বীপ কেনার পর তিনি সেটা নিয়ে ঠিক কী করেছিলেন সেই বিষয়ে কোনও সঠিক তথ্য পাওয়া যায় না। কেবল এটুকুই জানা যায় জ্যাকলিন ফার্নান্দেজ এখনও সেই দ্বীপের মালকিন।
শোবিজ অঙ্গনে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন জ্যাকলিন। এরপর বলিউডে অভিষেক হয় তার। ২০০৯ সালে ‘আলাদিন’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জ্যাকলিন ফার্নান্দেজ। এরপর ‘মার্ডার ২’-তে ইমরান হাশমির সঙ্গে নজর কাড়েন। কাজ করেন ‘হাউজফুল ২’সহ একাধিক সিনেমায়। সামনে তাকে ‘হাউজফুল ৫, ‘ওয়েলকাম টু জঙ্গল’সহ বেশ কিছু বিগ বাজেটের সিনেমায় দেখা যাবে। এছাড়া কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে প্রেম ও ২০০ কোটি টাকা প্রতারণার মামলায় নাম জড়ানোর কারণেও বেশ আলোচনায় থাকেন এ অভিনেত্রী।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন