English

26.2 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

গোপনে ছেলের খতনা করায় সিদ্দিকের বিরুদ্ধে সাবেক স্ত্রীর জিডি

- Advertisements -

গোপনে ছেলে আরশ রহমানের খতনা করায় অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম।
শনিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। মারিয়া মিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মারিয়া মিম গণমাধ্যমকে বলেন, ‘আমাকে সিদ্দিক ফোন দিয়ে বলল, বাবুকে আজকে দাও, একটা বিয়ের প্রোগ্রামে যাব। আমি বললাম, ওকে ফাইন। দিয়ে আসলাম বাবুকে সুন্দর করে রেডি করে।’
তিনি আরও বলেন, ‘একটু আগে ফোন দিল, সাউন্ড পাচ্ছি বাবু কান্না করছে। আমি বললাম, কী হইছে? সিদ্দিক বলল, ওরে তো সুন্নতে খতনা করালাম। ওহ মাই গড, আমি জানতে পারব না, ওরা আমার বাচ্চাকে নিয়ে যা খুশি করতে পারে না। সুন্নতে খতনা করায়ে দিল! এটা তো একটা ক্রাইম।’
আরেকটি পোস্টে মারিয়া মিম লিখেছেন, ‘যেখানে কোর্ট অর্ডার বাচ্চা মর্নিংয়ে যাবে এবং ইভিনিংয়ে চলে আসবে, জাস্ট থাকবে কিছুক্ষণ। আর সেখানে সে এত বড় ডিসিশন নিয়ে নেবে উইদাউট মাই পারমিশন?’
২০১২ সালের ২৪ মে মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন। গত বছরের অক্টোবরে ছাড়াছাড়ি হয়ে যায় সিদ্দিকুর রহমান ও মারিয়া মিমের। ওই বছরের ১৯ অক্টোবর ডিভোর্স পেপারে স্বাক্ষর করেন মিম।
এরপর সন্তান আরশ রহমান মা ও বাবার কাছে আদালতের নিয়মেই থাকছিল। স্বাধীনতায় হস্তক্ষেপ ও পরকীয়ায় আসক্তির অভিযোগে অভিনেতা সিদ্দিকুর রহমানকে ডিভোর্স দিয়েছেন ওই সময় জানান মডেল-অভিনেত্রী মারিয়া মিম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w6m9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন