English

25.7 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

গোপনে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী

- Advertisements -

অনেকটা গোপনেই বিয়ে করলেন ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী রূপালি ভট্টাচার্য।

দীর্ঘ দিনের বন্ধু দেবাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন ‘আনন্দী’ তারকা। শনিবার (১২ জুলাই) দুই পরিবারের সদস্য ও রূপালির ছোট পর্দার বন্ধুদের উপস্থিতিতে মালাবদল করেন তারা।

গোপনে বিয়ে করার কারণ ব্যাখ্যা করে ইন্ডিয়ান এক্সপ্রেসকে রূপালি ভট্টাচার্য বলেন, “আসলে বিয়েটা আমার ব্যক্তিগতজীবনের একটা অংশ।

ব্যক্তিগত জীবনকে লাইমলাইটে আনতে খুব একটা পছন্দ করি না। তাই চেয়েছি বিয়ের মুহূর্তটাও প্রাইভেটই থাক।”

খানিকটা ব্যাখ্যা করে রূপালি ভট্টাচার্য বলেন, “দেবাঙ্কর পরিবার তো অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত নয়। তাই চেয়েছি, জীবনের এই বিশেষ দিনটায় অভিনত্রী তকমাটা দূরে রেখে তারাও আমাকে রক্ত-মাংসের মানুষ হিসেবে কাছে টেনে নিক।

আমরা দুজনেই চেয়েছি, এই দিনে পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ মজা করে কাটাব। ইন্ডাস্ট্রির বন্ধুরাও এসেছিলেন। সকলের সঙ্গে দিনটা বেশ ভালোই কাটল।”

এক মাস আগে রূপালির অস্ত্রোপচার হয়, তখন হাসপাতালের কাগজপত্রে সই করেছিলেন দেবাঙ্ক। আর তাকেই জীবনসঙ্গী করে নিলেন এই অভিনেত্রী।

এ বিষয়ে রূপালি ভট্টাচার্য ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, “আমাদের তুই-তোকারি সম্পর্ক। অনেক বছর ধরে পরস্পরকে চিনি। গত মাসে আমার খারাপ সময়ে দেবাঙ্কর আন্তরিকতা দেখে মনে হলো, ওর সঙ্গে বাকি জীবন কাটানো যায়। তাই এই সিদ্ধান্ত।”

গতকাল আইনিভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তারপর শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদান, অতিথি আপ্যায়ন সারেন দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে। কাঞ্চনা মৈত্র, সঙ্ঘশ্রী সিংহ মিত্র, দেবপ্রতীম দাশগুপ্তসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rmaq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন