নাসিম রুমি: এবার দীর্ঘদিনের প্রেমের জল্পনায় সিলমোহর দিয়ে দিলেন বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মন্দানা! বিনোদনজগতে খবর, ইতিমধ্যেই নাকি বাগ্দান সেরেছেন তারকাজুটি।তাদের সম্পর্ক নিয়ে জল্পনা জারি থাকলেও, দু’জনেই মুখে কুলুপ এঁটে রেখেছেন। একসঙ্গে বেড়াতে গিয়ে একই জায়গা থেকে ছবি ভাগ করেছেন বহু বার। কিন্তু পরস্পরের সঙ্গে কোনও ছবি ভাগ করেননি তারা। যদিও রাশমিকা মনের অনুভূতি আটকে রাখতে পারেন না বলে মনে করেন তার অনুরাগীরা। বিজয়ের প্রসঙ্গ উঠলেই তার একগাল হাসি বুঝিয়ে দেয় সব কিছু।
অন্যদিকে বিজয়ও জানিয়েছিলেন, তিনি একটি সম্পর্কে আছেন। কিন্তু কার সঙ্গে, তা খোলসা করেননি। তখনও অবশ্য দুইয়ে দুইয়ে চার করে নিয়েছিলেন অনুরাগীরাই।
এর মধ্যেই ভাইরাল হয়েছে রশ্মিকার কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে, রাশমিকার পরনে সাদা শার্ট ও নীল রঙের ডেনিম। চোখে রোদচশমা। মাথায় খোঁপা। স্নিগ্ধ সাজের মধ্যে অনুরাগীদের নজর পড়ে রশ্মিকার আঙুলে। অনামিকায় হিরের আংটি। এই আংটি ঘিরেই তৈরি হয়েছে অনুরাগীদের কৌতূহল। গোপনে কি ‘অর্জুন রেড্ডি’র সঙ্গে বাগ্দান সেরেছেন রাশমিকা মন্দানা?
Nasim