English

26.2 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬
- Advertisement -

গোবিন্দর মতো হওয়ার দরকার নেই: সুনীতা

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেতা গোবিন্দ ও স্ত্রী সুনীতা আহুজা দম্পতির মাঝেমধ্যেই নানা কারণে সামাজিক মাধ্যমে চর্চায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দকে নিয়ে সুনীতার বেশ কিছু মন্তব্য ঘিরে চলছে বিস্তর চর্চা। অভিনেতার চর্চিত প্রেমিকাকে নিয়ে তাকে ব্ল্যাকমেল করানো হচ্ছে। শুধু তাই নয়, ছেলে যশ বর্ধনের ক্যারিয়ার প্রসঙ্গে তার মত— তার বাবা সম্পূর্ণ অসহায়। যে কারণে তিনি যশকে বাবার পথ অনুসরণ না করতে বলেছিলেন।

সুনীতা বলেছিলেন, যশ আজ যে জায়গায় সেটা ওর নিজের চেষ্টায়। বাবার কাছ থেকে কখনো কোনো সাহায্য নেয়নি ও। গোবিন্দর ছেলে হওয়া সত্ত্বেও ৯০টি অডিশন দিয়েছে। ও কখনো গোবিন্দকে কাউকে ফোন করতে বলেনি। গোবিন্দও কখনো ছেলেকে সাহায্যের কথা বলেনি।

গোবিন্দপত্নী বলেন, আমি গোবিন্দকে সরাসরি বলেছিলাম— তুমি যাই হও না কেন, তুমি তো বাবা? যদি তুমি তোমার সন্তানদের সাহায্য না কর, তাহলে কে করবে? শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সুনীল শেঠি, জ্যাকি শ্রফকে দেখ। ওরা সবাই নিজেদের ছেলেদের কীভাবে সাপোর্ট করে।’

তিনি বলেন, ছেলেকে একটু সাপোর্ট করা উচিত। কিন্তু আমি ওকে এতটুকুও বুঝতে পারি না। ও যে ধরনের মানুষের সঙ্গে থাকে, তারা এত খারাপ যে আমি জানি না ওকে হয়তো এসব শেখাচ্ছে। যে কারণে নিজের ক্যারিয়ারই ধ্বংস হয়ে গেছে।

সুনীতা বলেন, সে তার ছেলে যশ বর্ধনকে বাবার অনুকরণ না করার পরামর্শ দিয়েছি। আমি ছেলেকে বলেছি বাবার মতো না হতে। তিনি বলেন, আমি যশকে বলি— যখন ও জন্মগ্রহণ করেছিল, তখন আমি পর্দায় ধর্মেন্দ্র এবং অমিতাভ বচ্চনকে দেখতাম। তাই ও ঠিক ওদের মতোই হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0401
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন