English

29.5 C
Dhaka
বুধবার, জুলাই ৩০, ২০২৫
- Advertisement -

গ্রামে কেমন কাটল রোজিনার ঈদ?

- Advertisements -

নাসিম রুমি: বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের অন্যতম জনপ্রিয় ও দাপুটে নায়িকা রোজিনা। সত্তর থেকে নব্বই দশক পর্যন্ত অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু অভিনয়শৈলীতেই নয়, ইন্ডাস্ট্রির ব্যবসায়িক সাফল্যেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সময়ের পরিক্রমায় হয়তো লাইমলাইট থেকে খানিক দূরে, তবে ভালোবাসায় একটুও ভাটা পড়েনি এই বর্ষীয়ান নায়িকার প্রতি।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মেয়ে রোজিনা এবারের ঈদের ছুটি কাটাচ্ছেন তার শেকড়ের টানেই—নিজ গ্রামে। আর সেখানে তার ঘুরে বেড়ানো, নিজ হাতে রান্না করা, এমনকি এক অনুরাগীর গান শোনা—এসব মুহূর্তের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

এক ভিডিওতে দেখা যায়, মাথায় কালো ওড়না, চোখে সানগ্লাস পরে গ্রামের একটি টং দোকানের বেঞ্চে বসে এক অনুরাগীর গান শুনছেন রোজিনা। তার গানের প্রশংসাও করেন তিনি। তার এমন সহজ-সরল উপস্থিতি মুগ্ধ করেছে নেটিজেনদের, তা বলার বাকি রাখে না।

এদিকে সামাজিক মাধ্যমে কিছু ছবি ভাগ করে নিয়েছেন রোজিনা। যেখানে দেখা যায়—চুল খোঁপা করে বাঁধা, হাতে খুন্তি, মাটির চুলায় বসানো কড়াইয়ে রান্না করছেন। ক্যাপশনে লেখেন, ‘দেশের বাড়িতে রান্না করছি ছোট মাছের চচ্চড়ি আর বোয়াল মাছের ঝোল।’ প্রবাদ রয়েছে—‘যে চুল বাঁধতে জানে, সে রাঁধতেও জানে’—আর তারই বাস্তব উদাহরণ দিলেন রোজিনা। বলা বাহুল্য, নায়িকার এই সরল জীবনের প্রতি তার ভালোবাসা দেখে মুগ্ধ অনুরাগীরা।

চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় ৩০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন রোজিনা। পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুধু তাই নয়, তার সফলতার গণ্ডি ছাড়িয়েছে দেশের বাইরেও। ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রেও দেখিয়েছেন নিজের অভিনয়শৈলি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fnzn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন