English

29 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
- Advertisement -

ঘর ভাঙছে যশ-নুসরাতের!

- Advertisements -

ওপার বাংলার দুই জনপ্রিয় মুখ যশ-নুসরাত। গুঞ্জন উঠেছে সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে তাদের। কদিন আগেই ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করে বিচ্ছেদের গুঞ্জন উসকে দেন যশ দাসগুপ্ত এবং নুসরাত। যদিও বিষয়টি কারগরি ত্রুটি বলে সামলে নেন যশ। তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। কেননা এরইমধ্যে নুসরাতের একটি পোস্ট ফের ঘি ঢেলে দিল গুঞ্জনের আগুনে।

নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন নুসরাত। সেখানে এক ধর্মগুরুকে বলতে শোনা যায়, মানুষও পরিস্থিতি অনুযায়ী নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয়। তবে ঘিয়ে মাছি পড়লে তখন কিন্তু সিদ্ধান্ত বদলে যায়। তখন আর ঘি ফেলে দেয় না মানুষ, তার পরিবর্তে মাছিটাকেই উঠিয়ে ফেলে দেয়।

নায়িকার সোশ্যাল হ্যান্ডেলে এরকম পোস্ট দেখেই কপালে ভাঁজ নেটাগরিকদের। হঠাৎ সিদ্ধান্ত বদলানোর কথা কেন আসছে? তবে কি বিচ্ছেদের পথেই হাঁটছেন যশ-নুসরাত? প্রশ্নগুলো উঁকি দিচ্ছে সবার মাথায়।

মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন, তাহলে কি যশ দাশগুপ্তের সঙ্গে তার বিচ্ছেদ আসন্ন? তবে কোনো জবাব দেননি অভিনেত্রী।

এর আগেও সন্দেহ জাগানিয়া পোস্ট দিতে দেখা গেছে নুসরাতকে। তিনি লিখেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। যার বাংলা করলে দাঁড়ায়, সকল ধর্ম পরিত্যাগ করে কেবল স্রষ্টার কাছে আত্মসমর্পণ করো।

আরও যোগ করেন, যা কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে সেখানে সমপর্ণ করো। এটা জীবনে শান্তি আর স্বাধীনতা এনে দেয়।

পোস্টগুলো দেখে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। তবে নুসরাত বা যশ কেউ এ নিয়ে মুখ খোলেননি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/24ak
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

বয়স্কদের সুষম খাদ্য

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন