English

31.9 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

‘চক্কর’-এর পর এলো মোশাররফ করিমের নতুন সিনেমার খবর

- Advertisements -

নাসিম রুমি: ছোট পর্দার পাশাপাশি নন্দিত অভিনেতা মোশাররফ করিম চলচ্চিত্রেও বেশ ব্যস্ত। গেল ঈদে মুক্তি পেয়েছে এ অভিনেতার সিনেমা ‘চক্কর’। শরাফ আহমেদ জীবন পরিচালিত ওই সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। ‘চক্কর’ মুক্তির রেশ কাটতে না কাটতেই মোশাররফ করিম অভিনীত নতুন আরও একটি সিনেমার নাম জানা গেল।

নূর ইমরান মিঠুর ‘কুরকাব’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমার একদিনের দৃশ্যধারণ বাকি আছে বলে জানালেন নির্মাতা। অনেকটা গোপনেই হয়েছে এর শুটিং। সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন মীর রাব্বি। এ ছাড়া বেশির ভাগ নতুন শিল্পীরাই অভিনয় করেছেন।

বড় পর্দা ও ওটিটিতে ব্যস্ততা বাড়লেও যে কোনো উৎসব আয়োজনে হাজির হন ছোট পর্দায়। গেল ঈদে ছোট পর্দায় ছিল তাঁর সরব উপস্থিতি। বেশ কয়েকটি নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে।

এদিকে মোশাররফ করিম অভিনীত ‘বিলডাকিনি’ মুক্তির পরিকল্পনা করা হচ্ছে পয়লা বৈশাখে। নির্মাতা ফজলুল কবির তুহিন জানান, পয়লা বৈশাখ উপলক্ষে বিলডাকিনি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। এর আগে কয়েকবার তারিখ ঠিক করেও মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। সবশেষ গত ২৪ জানুয়ারি মুক্তির কথা ছিল সিনেমাটি।

নির্মাতা তুহিন বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গত জানুয়ারিতে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছিলাম। আমাদের এখানে প্রতি ঈদের সময় হলে দর্শকের সমাগম দেখা যায়। বন্ধ থাকা হলগুলোও খোলা হয়। সেই রেশ থাকতেই বৈশাখ উপলক্ষে দর্শকের সামনে বিলডাকিনি নিয়ে আসতে চাই।’

সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o91j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন