চঞ্চল চৌধুরী ক্যারিয়ারের দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। অভিনয় করেছেন ছোটপর্দা এবং টেলিভিশন নাটকেও। গত ২৮ এপ্রিল চঞ্চলসহ ১৭ জন অভিনয় শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করেন ভাটারা থানা এলাকার এনামুল হক।
এরপর থেকেই ঘুরে ফিরে আসছে অভিনেতার নাম। এরইমধ্যে জানা গেল গ্রেপ্তার আতঙ্কে ভারত সফর বাতিল করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধীতা এবং সাবেক সরকারের সুবিধাভোগী অভিনয় শিল্পীদের নামে একাধিক হত্যাচেষ্টা মামলা করে হয়েছে। গত রোববার দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন ঢালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। এদিন দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে অভিনেত্রীকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। এরপর ফারিয়াকে ডিএমপির ভাটারা থানায় থাকা এক হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার (২০ মে) জামিন দেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে। এরপর কাশিমপুর কারাগার থেকে মুক্তিলাভ করেন তিনি। ওই একই মামলায় নাম রয়েছে চঞ্চল চৌধুরী।