English

30.5 C
Dhaka
শনিবার, জুলাই ২৬, ২০২৫
- Advertisement -

চলচ্চিত্রে অভিনয় আগ্রাহী, কিন্ত নির্মাতারা আমাকে এড়িয়ে চলেন: পূর্ণিমা

- Advertisements -

নাসিম রুমি: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। তবে সিনেমায় আগের মতো দেখা যায় না তাকে। সর্বশেষ গতবছর তার অভিনীত ‘আহারে জীবন’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এদিকে সিনেমার বাইরে ওটিটিতেও তার অভিষেক হয়েছে। কিন্তু সেখানেও তার নিয়মিত উপস্থিতি নেই।

তবে উপস্থাপনা ও রিয়েলিটি শোয়ের বিচারক হিসাবে তাকে পর্দায় দেখা গেছে। তাহলে কি অভিনয়কে বিদায় জানিয়েছেন এ নায়িকা? পূর্ণিমা বলেন, ‘একজন শিল্পী সারা জীবন ক্যামেরার সামনে কাজ করতে চায়। এটা তার সহজাত স্বভাব। আমি বরাবরই মুখিয়ে থাকি ভালো কাজের জন্য।

তবে সে রকম প্রস্তাব আমার কাছে আসছে না। নির্মাতারা আমাকে এড়িয়ে চলেন। তাই অভিনয়ে দেখা যাচ্ছে না। ভালো গল্প ও চরিত্রের প্রস্তাব পেলে অবশ্যই করব। সেটা সিনেমা বা ওটিটি কনটেন্ট যা-ই হোক।’

তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে হয়তো নির্মাতাদের ধারণা আমি ঠিকমতো সময় দেব না। এটি নিছক ভুল ধারণা। আমাকে আমার মতো চরিত্রের জন্য প্রস্তাব দিলে সুন্দরভাবেই আমি কাজটি করব। আমি কাজ করতে আগ্রহী। এখন কেউ যদি আমাকে মসলাদার সিনেমায় নিতে চান তাহলে সেটা তো এখন আর আমার জন্য মানানসই হবে না।’

এদিকে পূর্ণিমা দীর্ঘদিন ধরেই একটি রান্নার অনুষ্ঠানের প্রধান বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন। গত দুমাস এর শুটিং নিয়েই ছিল তার ব্যস্ততা। অনুষ্ঠানটি বেশ উপভোগও করেছেন তিনি।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে নিজের পরিবারই মনে হয়। তারা আমাকে প্রতি সিজনেই ডাকেন। আর প্রতিবারই মনে হয় হয়তো অনুষ্ঠানটি করতে পারব না। কারণ উমাইজার (পূর্ণিমার মেয়ে) স্কুল থাকে, পড়াশোনার চাপ থাকে। তবুও ভালোলাগা থাকে চার সিজনেই তাদের সঙ্গে থেকেছি। নিজেও উপভোগ করেছি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/11g2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন