English

25.6 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

চলচ্চিত্র সংসদকর্মী, চিত্রপরিচালক ও সংলাপ লেখক তারিক মাহমুদ-এর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

এ কে আজাদ: চলচ্চিত্র সংসদকর্মী, চিত্রপরিচালক ও সংলাপ লেখক তারিক মাহমুদ-এর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ । তিনি ২০০১ সালের ৭ ডিসেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। অকাল প্রয়াত এই চিত্রপরিচালকের প্রতি শ্রদ্ধা জানাই।

তারিক মাহমুদ ১৯৫২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। বি,এস,সি পাস করে ৪/৫টি চলচ্চিত্র সমীক্ষা কোর্স সম্পন্ন করেন তিনি। ক্যাটওয়া ও সিএসসি ক্লাবের অন্যতম কর্মকর্তা এবং সিডাব-এর সাংস্কৃতিক সম্পাদক ছিলেন তারিক মাহমুদ।

আলমগীর কবির পরিচালিত ‘সূর্যকন্যা’ ছবির সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে আসেন তিনি। সহকারী পরিচালক হিসেবে আরো কাজ করেছেন- হারানো মানিক, দোস্তী, মহানায়ক প্রভৃতি ছবিতে।

তারিক মাহমুদ সংলাপ লিখেছেন- আমিই ওস্তাদ, নিয়তির খেলা ও মিলন তারা’সহ বেশকিছু ছবির।

তারিক মাহমুদ পরিচালিত একমাত্র ছবি ‘সংসার সীমান্তে’ মুক্তি পায় ১৯৮৯ সালে। এরপর আর কোনো ছবি পরিচালনা করতে দেখা যায়নি তাঁকে।

তারিক মাহমুদ সম্ভাবনাময় একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন। চলচ্চিত্রের পদ্ধতিগত শিক্ষা ও জ্ঞান থাকা সত্বেও তিনি পরে আর কোনো ছবি পরিচালনা করেননি। তিনি চলচ্চিত্রের অন্যান্য সাংগঠনিক কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। একজন সম্ভাবনাময়, প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক তারিক মাহমুদ, অকালে-অসময়ে চলে গেছেন পরপারে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/93x0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন