English

26.9 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
- Advertisement -

চারটি ক্রিকেট দল থেকে কত আয় করেন শাহরুখ?

- Advertisements -

নাসিম রুমি: সারা বিশ্বের মধ্যে সর্বাধিক লাভজনক ক্রিকেট লিগ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। লাভজনক হওয়ায় আইপিএলে ফ্র্যাঞ্চাইজি নিতে মুখিয়ে থাকেন একাধিক ব্যবসায়ী ও অভিনেতারা। তাদের মধ্যেই একজন বলিউড বাদশা শাহরুখ খান। আইপিএলের অন্যতম ফ্যান ফেভারিট দল কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক তিনি। তবে অনেকেই হয়ত জানেন না যে, কিং খান কেকেআর-এরই নন, আরও তিন ক্রিকেটীয় ফ্র্যাঞ্চাইজির মালিক!

আবু ধাবি নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ও ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিকানা রয়েছে তার। এর মধ্যে ত্রিনবাগো নাইট রাইডার্স নারীদের ক্রিকেট দল। শাহরুখের অধিকৃত প্রথম নারী ক্রিকেটীয় ফ্র্যাঞ্চাইজি এটি। প্রতিটি দলই কিন্তু কেকেআরের ফ্র্যাঞ্চাইজি। মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের পর কেকেআরই আইপিএলের সবচেয়ে লাভজনক দল।

মেজর লিগ ক্রিকেটে খেলে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স, ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে খেলে আবু ধাবি নাইট রাইডার্স ও উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলে ত্রিনবাগো নাইট রাইডার্স।

কেকেআরের মালিকানা শাহরুখ ছাড়াও রয়েছে তার বন্ধু জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতার। কিন্তু সিংহভাগ মালিকানাই শাহরুখের। তার ৫৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি থেকেই কোটি কোটি টাকা পকেটে ঢোকে শাহরুখের। চার ফ্র্যাঞ্চাইজির মূল্যায়ন এখন নয় হাজার ১৪৭ কোটি টাকার বেশি। যদিও এই চার ফ্র্যাঞ্চাইজি থেকে ঠিক কত পরিমাণ টাকা শাহরুখ পান তা নির্দিষ্ট করে জানা সম্ভব হয়নি।

গত এক দশকে শাহরুখ ক্রিকেট ব্যবসা থেকেই হয়ে উঠেছেন ধনকুবের। শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ ছয় হাজার ৩০০ কোটি টাকা। ঠিক এই কারণেই শাহরুখ দেশের অন্যতম ধনী অভিনেতা ও ক্রিকেট টিমের মালিক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0fnz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন