English

27.3 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

চাহালের চ্যাপ্টার ক্লোজড করে রাজকুমারের চোখে চোখ ধনশ্রীর

- Advertisements -

বলিউড অভিনেত্রী ধনশ্রী ভার্মা মাত্র কয়েক দিন আগেই খাতাকলমে ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন। বিয়ের মাত্র পাঁচ বছরেই ডিভোর্স হয় এ দম্পতির। বর্তমানে ভারতীয় ক্রিকেটারের সঙ্গে আরজে মাহভাশের প্রেমের জল্পনা শোনা যাচ্ছে। অন্যদিকে রাজকুমার রাওয়ের সঙ্গে একটি ইঙ্গিতবহ পোস্ট করলেন অভিনেত্রী ধনশ্রী। খুব দ্রুতই জীবনের গতি পাল্টে ফেললেন এ দুই জগতের দুই বাসিন্দা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ধনশ্রী যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে— একটি লাল রঙের ব্রালেট পরে তিনি বসে আছেন রাজকুমার রাওয়ের কোলে। অপলকদৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। অভিনেতাও অবাক চোখে তাকিয়ে তার দিকে। ভাবছেন এ এক অন্যরকম রোমাঞ্চ শুরু হয়েছে? আসলে তা কিন্তু ঠিক নয়; এর সবটাই তাদের আসন্ন সিনেমা ভুলচুক মাফের একটি আইটেম সংয়ের ঝলক।

‘ভুলচুক মাফ’ সিনেমায় রাজকুমার রাওয়ের চরিত্রের নাম রঞ্জন। তার ব্যাচেলর পার্টিতে থাকবে এই আইটেম সং, যেখানে নাচ করতে দেখা যাবে ধনশ্রী ভার্মাকে। এদিন কেবল শুধু এই ছবিই পোস্ট করেননি, আরও বেশ কিছু ছবি পোস্ট করেছেন ধনশ্রী। সেখানে এই আইটেম সংয়ের শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত দেখা গেছে। এই আইটেম সংয়ে ধনশ্রীকে লাল ব্রালেট ও থাই স্লিট স্কার্টে দেখা যাবে। এদিন এ ছবিগুলো পোস্ট করে ধনশ্রী লিখেছেন—রঞ্জনের ব্যাচেলর পার্টিতে আপনারা আসছেন তো? আগামীকাল শুক্রবার (৯ মে) আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে হবে সেই পার্টি।

করণ শর্মার পরিচালনায় ‘ভুল চুক মাফ’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে রঞ্জনকে ঘিরে। এই ছেলেটি আদ্যোপান্ত রোমান্টিক। তিতলিকে সে ভালোবাসে। তাকে বিয়ে করার জন্য একটি সরকারি চাকরিও জুটিয়ে নেয়। কিন্তু শিবের কাছে করা প্রতিজ্ঞা ভুলে যায়। এরপর যা হয় সেটি নিয়েই এই সিনেমা। এ সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন ওয়ামিকা গাব্বি, রাজকুমার রাও প্রমুখ।

উল্লেখ্য, ধনশ্রী ভার্মা চিকিৎসকের পাশাপাশি একজন নৃত্যশিল্পী। আর তার এই গুণের হাত ধরেই চাহালের সঙ্গে পরিচয় হয়েছিল। পরে প্রেম থেকে পরিণয়। ২০২০ সালে সাতপাকে বাঁধা পড়েন ধনশ্রী ও চাহাল। আর ২০২৪ সাল থেকেই শুরু হয় তাদের ডিভোর্সের জল্পনা। অবশেষে ২০২৫ সালের মার্চ মাসে আইনিভাবে আলাদা হন এ দম্পতি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ru7z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন