English

35 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
- Advertisement -

চা বেচে প্রধানমন্ত্রী হওয়া গেলে অভিনয় করে মুখ্যমন্ত্রী হওয়া যাবে না কেন: রাখী সাওয়ান্ত

- Advertisements -

নরেন্দ্র মোদি যদি দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারেন এতদিন, তা হলে এত বছর বলিউডে থেকে তিনি কেন মুখ্যমন্ত্রী হতে পারবেন না? প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত। সম্প্রতি বর্ষীয়ান বলিউড অভিনেত্রী হেমা মালিনী বিজেপির মন্ত্রিত্ব পাওয়ার পরই এই চমকপ্রদ প্রতিক্রিয়া রাখীর।

Advertisements

দুবছর পর লোকসভা ভোট। দেখা যাচ্ছে, বলিউড অভিনেত্রীদের মধ্যে এখন থেকেই তোড়জোড় চলছে। রাখী এর মধ্যেই ঘোষণা দিলেন, তিনি ২০২৪-এর সাধারণ নির্বাচনে লড়বেন। সেটা গায়ের ঝাল মেটাতে নাকি সত্যি সত্যি সে বিষয়ে যদিও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরম্পরা লক্ষ করলে দেখা যায়, কিছু দিন আগেই হেমা এক সংবাদ সম্মেলনে তাচ্ছিল্য করে রাখীর নাম উচ্চারণ করেন। বলেন, ‘বলা যায় না, ভোটে দাঁড়ানোর হিড়িকে রাখী সাওয়ান্ত হয়তো নির্বাচনে লড়তে চাইবেন।’

Advertisements

তারই প্রত্যুত্তরে সোমবার মুখ খুললেন রাখী। বললেন, ভাবলাম সারপ্রাইজ দেব! মোদি আর অমিত শাহ নিজমুখে ঘোষণা করতেন, তার আগেই ‘ড্রিম গার্ল’ কাজটা করে দিলেন। আমি সত্যিই খুশি হয়েছি।

রাখী এর পর ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীর উদ্দেশে। বললেন, ‘আমায় ভরসা করে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য কৃতজ্ঞ। নির্বাচনে লড়ব, হেমা মালিনীজি এর মধ্যেই ঘোষণা করে দিয়েছেন।’

শুধু তা-ই নয়, রাখী নিজেকে ‘স্মৃতি ইরানি পার্ট টু’ হিসাবে দেখতে পাচ্ছেন বলে জানান। বললেন, ‘বহু দিন ধরে আমিও তো এই সমাজকে পরিষেবা দিচ্ছি। যখন আমাদের প্রধানমন্ত্রী চা বিক্রি করে এই জায়গায় যেতে পারেন, আমি ছোট থেকে অভিনয় করে, বলিউডে থেকে নিদেন পক্ষে মুখ্যমন্ত্রী হতে পারব না?’

রাজনীতির অনুষঙ্গ যে রাখীর জীবনে একেবারেই নেই তা নয়। ২০১৪ সালে মুম্বাইয়ের উত্তর পশ্চিম থেকে লোকসভায় তিনি ভোটে দাঁড়িয়েছিলেন। নিজের রাষ্ট্রীয় আপনা দল-এর হয়ে লড়ে বিপুল ভোটে হেরেছিলেন। তবে আশা হারাননি। এর পর তিনি রিপাবলিকান পার্টিতে যোগ দেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন