English

32.1 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

চিত্রনায়ক অনন্ত জলিলের গার্মেন্টসে ভাঙচুর: মূলহোতা আটক

- Advertisements -

নাসিম রুমি: ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সাভারে অবস্থিত গার্মেন্টসে হামলার ঘটনায় মূলহোতা সন্ত্রাসী কবিরকে আটক করেছে সাভার সার্কেল পুলিশ। রোববার (১৬ মার্চ) তাকে আটক করা হয়। আটক মো. শাহিনুর কবির দীর্ঘদিন ধরে গার্মেন্টস শ্রমিকদের উসকে দিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মূল পরিকল্পনাকারী।

এই ঘটনার পর অনন্ত জলিল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, মোঃ শাহিনুর কবির, অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল (সাভার, আশুলিয়া ও ধামরাই থানা) ওনার বলিষ্ঠ নেতৃত্বে মামলার আইও আব্বাস এবং আমির হোসেন আজ অতি দক্ষতার সঙ্গে সন্ত্রাসী কবিরকে আটক করেন। এই সন্ত্রাসী কবির গার্মেন্ট শিল্প কারখানায় সাধারণ শ্রমিকদের সংঘটিত করে এবং উস্কানি দিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও সন্ত্রাসী কাজ করানোর মূল কারিগর।

তিনি আরও লেখেন, আমার প্রিয় আইনজীবী ভাই-বোনদেরকে এজেআই গ্রুপের ১২ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক পরিবারের পক্ষ থেকে এই সন্ত্রাসী কবিরসহ সমস্ত আসামিদের জামিনের ব্যবস্থা না করে দিয়ে দেশের কর্মসংস্থান ও অর্থনীতির চালিকাশক্তি আরএমজি সেক্টরকে রক্ষা করার জন্য অনুরোধ করা হইল।

অনন্ত জলিল আরও উল্লেখ করেন, গত সোমবার (১০ মার্চ) শ্রমিকদের বেতন দেয়ার দিন ধার্য ছিল, কিন্তু ওইদিন সকালেই তারা এই ভাঙচুর কর্মকাণ্ড চালায়। তিনি জানান, ১১ তারিখ সকাল সাড়ে ১১টার মধ্যে সকলের রকেট নাম্বারে বেতন পৌঁছে যায়, তারপরও তারা এ তাণ্ডব চালায়। এদের জন্য দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, বলেন তিনি।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং অন্যান্য দোষীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r6np
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন