এ কে আজাদ: চিত্রনায়িকা শ্যামা’র মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৯৭ সালের ২৯ আগষ্ট, মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৩ বছর। প্রয়াত এই অভিনেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।
চিত্রনায়িকা শ্যামা (নাসিমা আহমেদ শ্যামা) ১৯৭৪ সালের ১৩ জুন, ঢাকার গুলশানে জন্মগ্রহণ করেন। তবে তাঁর পৈত্রিক নিবাস বরিশাল জেলায়।
শ্যামা মাত্র সাতবছর বয়সে বাবার সঙ্গে লন্ডনে চলে যান।সেখানে ‘ও’ লেভেল পড়াশুনা শেষে বাংলাদেশে ফিরে আসেন। দেশে এসে ‘এ’ লেভেল শেষ করেন। এরপরে শখের বশে মডেলিং শুরু করেন। তিনি বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন সেই সময়ে। তাঁর অভিনীত জনপ্রিয় বিজ্ঞাপন হচ্ছে- গোয়ালিনী কনডেন্স মিল্ক, মারভেলন, স্যান্ডেলিনা সোপ প্রভৃতি। মডেলিংয়ে যখন জনপ্রিয় হয়ে উঠেন, তখন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আসতে থাকে।
শ্যামা চিত্রনায়িকা হয়ে আসেন ১৯৯৬ সালে, মজিবুর রহমান কবির প্রযোজিত-পরিচালিত “জীবনসঙ্গী” চলচ্চিত্রের মাধ্যমে। এই ছবিতে তাঁর বিপরীতে নায়ক ছিলেন জাহিদ হাসান । “জীবনসঙ্গী”র পরে তখনকার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র বিপরীতে “শুধু তুমি” চলচ্চিত্রে অভিনয় শুরু করেন শ্যামা।
কিন্তু ছবিটি শেষ হওয়ার আগেই সালমান শাহ মৃত্যুবরণ করেন। সালমান শাহ’র মৃত্যুর পরে, অন্য একজনকে দিয়ে এই সিনেমায় সালমান শাহ’র প্রক্সি দিয়ে বাকী কাজ করে “শুধু তুমি” মুক্তি দেয়া হয় ১৯৯৭ সালের ১৮ জুলাই। মাত্র দু’টি ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন শ্যামা। আর এরিমধ্যেই নিয়তির অমোঘ নিয়মে তাঁকে চলে যেতে হয়েছে এই পৃথিবী ছেড়ে।