চিত্রনায়িকা ও প্রযোজিকা দোয়েল-এর নবম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১১ খ্রিষ্টাব্দের ২৯ ডিসেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। অকাল প্রয়াত এই গুণী অভিনেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
দোয়েল ( ইফতে আরা ডালিয়া) ১৯৬৬ খ্রিষ্টাব্দের ২৫ সেপ্টেম্বর, মুন্সিগঞ্জ জেলার, লৌহজং থানার, বেজগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। উচ্চমাধ্যমিক পাস করার পর তিনি চলচ্চিত্রে আসেন।
চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘চন্দ্রনাথ’ চলচ্চিত্রে প্রথম অভিনয় শুরু করেন, দোয়েল। তবে তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, দারাশিকো পরিচালিত ‘জিপসী সর্দার’ (২৬-১০-১৯৮৪)।
মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় চলচ্চিত্র, চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘চন্দ্রনাথ’-এর মাধ্যমে তিনি সিনেমা দর্শকদের দৃষ্টি কাড়তে সক্ষম হন। এই চলচ্চিত্রে ‘সরযূর’ চরিত্রে অসাধারন অভিনয় করে, সবার নজর কাড়েন তিনি। তারকা নায়ক রাজ্জাক-এর বিপরীতে, সুন্দর-সাবলীল অভিনয়ের মাধ্যমে, একজন ভবিষ্যৎ সফল তারকা অভিনেত্রীরই ইঙ্গিত দিয়েছিলেন, দোয়েল। তাঁর অভিনীত উল্লেখ্যযোগ্য চলচ্চিত্রের মধ্যে- হিসাব নিকাশ, ফয়সালা, মেলা, লক্ষীবধূ, মার্শাল হিরো, তওবা, সৎ ভাই, ছোবল, প্রেম কাহিনী, ওগো বিদেশিনী, আজ তোমার কাল আমার, খোঁজ খবর, জবানবন্দী, শেষ পরিচয়, ভাই ভাবী, ঘোমটা, ন্যায় যুদ্ধ, বিক্রম, হিসাব নিকাশ, আমার আদালত, সোহাগী, অমর বন্ধন, মাষ্টার সামুরাই, কাবুলিওয়ালা, অন্যতম৷ কাবুলিওয়ালা ছবিতেই দোয়েল সর্বশেষ অভিনয় করেছেন৷
নায়িকা দোয়েল অভিনয়ের পাশাপাশি, প্রযোজনা করেছেন, আল মাসুদ পরিচালিত ‘বিক্রম’ চলচ্চিত্রটি। তাঁর প্রযোজনায় আরেকটি চলচ্চিত্রের কাজ শুরু হয়েছিল। রায়হান মুজিব-এর পরিচালনায় ‘মহাশক্তি’ নামের এই চলচ্চিত্রটির প্রায় ৭৫ ভাগ শ্যুটিং সম্পন্ন হওয়ার পর, দোয়েল আর্থিক সন্কটসহ বিভিন্ন সমস্যায় থাকায়, এটির কাজ আর সম্পন্ন করতে পারেননি।
দোয়েল এক সময় নায়িকা হিসেবে এতোই জনপ্রিয় হয়ে ওঠেন যে, ইন্টারন্যাশনাল ব্রান্ড ‘লাক্স’ তাদের বাংলাদেশের বিজ্ঞাপনে দোয়েলকে নির্বাচন করেছিলো। ১৯৮৬ খ্রিষ্টাব্দে তাদের দ্বিতীয় বিজ্ঞাপনচিত্রে, দোয়েল অভিনয় করেন ‘লাক্সতারকা’ হয়ে। উল্লেখ্য যে, সেই সময়ে ‘লাক্সতারকা’ হওয়া ছিল বিশেষ সম্মানজনক।
ব্যক্তিগত জীবন দোয়েল ১৯৮৮ খ্রিষ্টাব্দে, চিত্রনায়ক সুব্রতকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান, অন্তর ও জনপ্রিয় শিশুশিল্পি দিঘী (বর্তমানে চলচ্চিত্রে নায়িকা হয়ে আসছেন) ।
ছবি- ফিরোজ এম হাসান
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ilnb
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন