চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য অভিনেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। আজ বাদ আসর জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ‘অভিনয় শিল্পী সংঘ’র সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
এর আগে বেলা সাড়ে ১১টা নাগাদ আলী যাকেরের মরদেহ নেওয়া হয় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। সেখানে জানানো হয় শেষ শ্রদ্ধা। বেলা ১টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় আলী যাকেরের কর্মস্থল বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক-এর অফিসে।
সেখানে কিছুক্ষণ রেখে নিয়ে যাওয়া হয় বনানী গোরস্থান মসজিদে। বাদ আসর জানাজা শেষে দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ভোরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলী যাকের। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। একইসাথে কোভিড ১৯ পজিটিভ ছিলেন। তার জন্ম ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে। ছোট পর্দায় ও মঞ্চে সমানভাবে জনপ্রিয় ছিলেন এই বরেণ্য অভিনেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/x877
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন