English

26.7 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

চুলের যত্নে যা ব্যবহার করেন মালাইকা

- Advertisements -

সদ্য পঞ্চাশের চৌকাঠ পেরিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। চুলের যত্নে তিনি পুরোপুরি ঘরোয়া টোটকার ওপর নির্ভর করে থাকেন। বাড়িতে তৈরি বিশেষ তেল ও মাস্কের গুণেই এমন সুন্দর থাকে তার চুল।

বয়স ৪০ পেরোনোর পর থেকে একটু একটু করে রজোনিবৃত্তি পর্বে পা রাখেন নারীরা। প্রজননে সহায়ক হরমোন উৎপাদনে মাত্রা কমতে শুরু করে। ফলে শারীরিক ও  মানসিক নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় তাদের। ত্বকের জেল্লা কমে আসে। সেই সঙ্গে প্রচুর পরিমাণে চুলও উঠতে শুরু করে। আবার ‘হেয়ার থিনিং’, অর্থাৎ চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যাতেও ভোগেন অনেকেই।

পঞ্চাশ পেরিয়েছেন মালাইকা। কিন্তু তাকে দেখলে তো সেসব বোঝার উপায় নেই কারওই। সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা করেন। স্বাস্থ্যকর খাবার, পানীয়ে চুমুকও দেন। কিন্তু চুলের যত্নে তিনি পুরোপুরি ঘরোয়া টোটকার ওপর নির্ভর করেন। তেল থেকে মাস্ক— সবই বাড়িতে তৈরি করে নেন অভিনেত্রী।

চলুন জেনে নেওয়া যাক মনের ধকল কাটিয়ে ওঠা এমন কাজের সন্ধান। আপনার চুলের সৌন্দর্যে যে তেল বানাবেন, দেখে নিন—

· একটি পাত্রে সমপরিমাণে নারিকেল তেল, অলিভ অয়েল ও ক্যাস্টর অয়েল নিন।

· এর মধ্যে একমুঠো মেথি ও কারিপাতা দিয়ে দিন।

· ভুলেও আগুনের আঁচে এই মিশ্রণ ফোটাতে যাবেন না। শিশির মুখ বন্ধ করে রেখে দিন বেশ কয়েকটি দিন।

· কিন্তু মাখার আগে অবশ্যই এটি গরম করে নিতে হবে। স্নানের আধ ঘণ্টা আগে মাথায় মেখে রাখতে পারেন। তার পর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

ওয়্যাক্স করাতে হবে না, রেজারও লাগবে না! ফিটকিরি থাকলেই সহজে মুখের লোম তোলা যাবে।

ফাঁকা মাথায় নতুন চুল গজানোর জন্য বাড়িতেই বিশেষ এক ধরনের মাস্ক তৈরি করেন মালাইকা।

মাস্ক তৈরিতে যা লাগে

· প্রথমে একটি পেঁয়াজ গ্রেট করে তা থেকে রস বার করে নিন।

· এবার তুলায় করে সেই রস নিয়ে পুরো মাথার ত্বকে মেখে ফেলুন।

· আধ ঘণ্টা রেখে দিন। তার পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। মাথা থেকে পেঁয়াজের গন্ধ দূর করতে হলে পানিতে সামান্য ভিনিগার মিশিয়ে চুল ধুয়েও ফেলতে পারেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4fjv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন