নাসিম রুমি: পরনে হলুদ শাড়ি, বেণি করা চুল, কপালে টিপ, পায়ে কোলহাপুরি চামড়ার স্যান্ডেল আর হাতে পিস্তল-সব মিলিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে মারমুখী এক নারী। এমন লুকে ছয় বছর পর ভারতীয় সিনেমায় ফিরে রীতিমতো চমকে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
দীর্ঘ বিরতির পর পরিচালক এস. এস. রাজামৌলির সিনেমা ‘গ্লোবট্রটার’-এর মাধ্যমে বড় পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে তাঁর ফার্স্ট লুক পোস্টার, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
পোস্টারটি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সে যেমন দেখায়, তার চেয়েও অনেক বেশি কিছু সে। পরিচিত হোন মন্দাকিনীর সঙ্গে।’
পরিচালক রাজামৌলি নিজেও পোস্টারটি শেয়ার করে লিখেছেন, “যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন, ফিরে আসার জন্য স্বাগতম, দেশি গার্ল! প্রিয়াঙ্কা চোপড়া, আমরা অপেক্ষা করছি, বিশ্ব যেন তোমার ‘মন্দাকিনী’-র অসংখ্য রূপ দেখতে পায়।”
প্রিয়াঙ্কার পাশাপাশি এই ছবিতে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। কয়েক সপ্তাহ আগেই রাজামৌলি প্রকাশ করেছিলেন পৃথ্বীরাজের চরিত্র ‘কুম্ভ’-এর লুক পোস্টার।
এর আগে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, হায়দরাবাদের সেটে তাঁর মেয়ে মালতি মেরি দারুণ সময় কাটিয়েছে। মহেশ বাবুর মেয়ে সিতারার সঙ্গে খেলেছে এবং রাজামৌলির খামারে গিয়ে একটি বাছুরের সঙ্গে সময় কাটিয়েছে।
প্রিয়াঙ্কার সর্বশেষ ভারতীয় ছবি ছিল ২০১৯ সালের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। এরপর ফারহান আখতারের সঙ্গে ‘জি লে জারা’ ছবির ঘোষণা এলেও চার বছর কেটে গেছে, এখনো ছবিটি নিয়ে কোনো অগ্রগতি হয়নি।
