English

27.5 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫
- Advertisement -

ছেলের সিনেমা দেখলেন আমির, নায়িকাকে বললেন শ্রীদেবী

- Advertisements -

নাসিম রুমি: আসছে ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে ‘লাভিয়াপা’ সিনেমাটি। রোমান্সে ভরপুর আধুনিক গল্পের একটি সিনেমা এটি। সিনেমাটি আলোচনায় আছে দুই স্টারকিডের জন্য। এটি দিয়ে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন আমির খানের পুত্র জুনায়েদ খান ও শ্রীদেবী কন্যা খুশি কাপুর।

সেইসঙ্গে এই সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে অভিষেক হবে তাদের। এর আগে জুনায়েদ ‘মহারাজ’ নামের ছবিতে অভিনয় করলেও গেল বছর সেটি নেটফ্লিক্সে মুক্তি পায়। আর খুশি কাপুরের প্রথম সিনেমা ‘দ্য আর্চিস’-ও মুক্তি পায় নেটফ্লিক্সে।

বলিউড সুপারস্টার আমির খান এরইমধ্যে ছেলের প্রথম সিনেমাটি দেখেছেন। খুব উপভোগ করেছেন তিনি। নিজের ছেলের নাম ধরে আলাদা কোনো প্রশংসা না করলেও ছবির নায়িকা নিয়ে মন্তব্য করেছেন। আমির খান খুশির অভিনয়ে মুগ্ধ হয়ে তাকে শ্রীদেবীর সঙ্গে তুলনা করেছেন।

খুশি কাপুরকে নিয়ে আমির বলেন, ‘যখন পর্দায় খুশিকে দেখলাম মনে হলো আমি শ্রীদেবীকে দেখছি। তার মধ্যে সেই শক্তি ছিল। আমি সেটি স্পষ্টভাবে দেখতে পারলাম চমৎকার একজন অভিনেত্রীর আগমন হচ্ছে। আমি শ্রীদেবীর বিশাল ফ্যান হিসেবে খুশিকে দেখে আপ্লুত।’

‘লাভিয়াপা’ ছবির রাফ কাট দেখে প্রতিক্রিয়া জানিয়ে আমির বলেন, ‘আমি সিনেমাটি দেখেছি। এটা খুবই এন্টারটেইনিং। আমাদের জীবনে আজকাল যেভাবে মোবাইল ফোনের প্রভাব পড়েছে এবং এই কারণে আমাদের জীবনে যে মজাদার ঘটনা ঘটে তা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সকল অভিনেতা খুব ভালো কাজ করেছেন।’

রোমান্স, কমেডিতে ভরপুর একটি উপভোগ্য গল্পের পাশাপাশি চমৎকার কিছু গানও আছে ‘লাভিয়াপা’ ছবিতে। প্রত্যাশা করা হচ্ছে সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করবে। সব বয়সের দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। জুনায়েদ ও খুশির কেমিস্ট্রিও মনে ধরবে সবার।

এরইমধ্যে ছবিটির একটি গান প্রকাশ হয়েছে। সেটি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১৫ মিলিয়ন ভিউ অর্জন করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n5jg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন