English

26.6 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

জংলি’ কি সুপারহিট! আয় জানালেন প্রযোজক

- Advertisements -

নাসিম রুমি: এবার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মাঝে অন্যতম সাড়া জাগানো ছবি সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’। প্রথমে ‘জংলি’ নিয়ে দর্শকের নানা অনুমান ছিল। কেউ ভাবেন এটি অ্যাকশনধর্মী ছবি, কেউ বা থ্রিলার। তবে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার পর দর্শকরা ভিন্ন অভিজ্ঞতা পান।

প্রযোজকের মতে, মুক্তির পর সময় যত গড়িয়েছে ‘জংলি’র সাফল্যও তত বাড়তে থাকে। এক মাস পার হলেও এখনো ভর্তি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি।

দেশের মাল্টিপ্লেক্স ও একক প্রেক্ষাগৃহ ছাড়াও বিদেশের সিনেমা হল থেকেও ভালো খবর এসেছে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক। সব মিলিয়ে উল্লেখযোগ্য পরিমাণ আয় করেছে পরিচালক এম রাহিম পরিচালিত সিনেমাটি।

সদ্যই ‘জংলি’র প্রযোজক ও পরিবেশক জাহিদ হাসান অভি সিনেমাটির মোট আয়ের পরিসংখ্যান প্রকাশ করেছেন। একই সঙ্গে ‘জংলি’ টিমের পক্ষ থেকে একটি কৃতজ্ঞতাপূর্ণ বিবৃতিও দেন তিনি।

সামাজিক মাধ্যমে জাহিদ হাসান অভি লেখেন, ‘জংলি আমাদের টিমের একটি প্যাশন প্রজেক্ট। আমরা সচেতনভাবেই কাজটি করেছি, যেন লগ্নিকৃত অর্থ উঠে আসে এবং ইন্ডাস্ট্রিতে উৎসাহ ফিরিয়ে আনা যায়।

’ তিনি আরও বলেন, ‘প্রযোজকরা যেন নতুন করে স্বপ্ন দেখতে পারেন, সেটাই আমাদের উদ্দেশ্য ছিল। ’

তিনি জানান, ‘জংলির বাজেট ছিল আড়াই কোটি টাকা। সিনেমা মুক্তির আগেই ব্র্যান্ড প্লেসমেন্ট ও টেলিভিশন স্বত্ব থেকে ভালো অঙ্কের অর্থ ফিরে এসেছিল। মুক্তির পর প্রেক্ষাগৃহ থেকেও দেশ-বিদেশে দারুণ সাড়া পাচ্ছি। ’

সবশেষে তিনি লেখেন, ‘এখন পর্যন্ত ‘জংলি’ দেশীয় প্রেক্ষাগৃহ থেকে ৪ কোটি ২৭ লাখ টাকা ও বিদেশ থেকে ৭৫ লাখ টাকা গ্রস সেল করেছে।

মোট বিশ্বব্যাপী আয় ৫ কোটি ২ লাখ টাকা। ‘জংলি’ এখন একটি সুপারহিট ছবি। ’

তিনি আরও যোগ করেন, ‘আপনারা যেভাবে জংলিকে ভালোবাসা দিচ্ছেন, তাতে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এটি একটি ব্লকবাস্টার হিসেবেই জায়গা করে নেবে। ’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dz9a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন