নাসিম রুমি: বাংলা ইন্ডাস্ট্রির ছাতা তিনি। একা হাতে দায়িত্ব তুলে নেন সবকিছুর। টলিউডের ‘জেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির ছাতা হয়ে থাকলেও, তাঁকেও তো আড়াল খুঁজতে হয় কখনও। কখনও মুখ লোকাতে ইচ্ছে করে নিশ্চিন্ত কোনও আশ্রয়ে। মায়ের থেকে শান্তির আশ্রয় আর কোথায়?
তবে মাকে অনেকদিন আগেই হারিয়েছেন ‘বুম্বাদা’। মাতৃ দিবসে আজ তাই চোখের পাতা ভারী হয়ে উঠেছে তাঁর। বছরের প্রতিটা দিনই মায়ের দিন। তবু, আন্তর্জাতিক মাতৃদিবসে বিশেষ ভাবে মনে পড়ে মাকে। সমাজমাধ্যমে মায়ের সঙ্গে একটি পুরনো ছবি ভাগ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিতে দেখা যাচ্ছে, মাকে জড়িয়ে বসে আছেন তিনি।
ক্যাপশনে লিখেছেন, ‘মা… জানি তুমি আশেপাশেই আছো… বরাবরের মতো দেখছো আমরা ঠিক আছি কিনা, ভাল আছি কিনা, সময়মতো সব করছি কিনা… তুমি ভাল থেকো আর তোমার আশীর্বাদ যেন এভাবেই আমার মাথার উপরে থাকে।’
প্রসঙ্গত, বোন পল্লবী ও পরিবারকে আগলেই অবসর কাটান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুযোগ পেলেই পরিবারের সঙ্গে ছোটখাটো সেলিব্রেশন জুড়ে দেন ‘বুম্বাদা’। অনুষ্ঠান হোক বা সাধারণ দিন, মায়ের মতোই পরিবারের প্রিয়জনদের আগলে রাখতে পছন্দ করেন তিনি।