English

23 C
Dhaka
মঙ্গলবার, মে ৭, ২০২৪
- Advertisement -

জাপানের ভূমিকম্প থেকে বেঁচে ফিরে যা বললেন জুনিয়র এনটিআর

- Advertisements -

ইংরেজি নতুন বছরের শুরুতেই বিপর্যয়ে পড়ে সূর্যোদয়ের দেশ জাপান। বছরের প্রথম দিন দেশটির উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে সুনামি। স্থানীয় সময় বিকেল ৪ টা ৬ মিনিট থেকে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘণ্টার মধ্যে অন্তত ২০ বার ভূমিকম্প হয়েছে জাপানে।

Advertisements

প্রতি ক্ষেত্রে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ বা তার বেশি। এ সময় জাপানেই ছিলেন ভারতের দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর।

নিজের ‘এক্স’ (সাবেক টুইটার) প্রোফাইল জুনিয়র এনটিআর লিখেছেন, ‘জাপান থেকে নিরাপদে দেশে ফিরে এসেছি। গত এক সপ্তাহ পুরোটাই জাপানে ছিলাম। যে ভয়াবহ ভূমিকম্পের মুখে পড়লাম তাতে সত্যিই আমি ভয় পেয়েছিলাম। সুনামি এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকল জাপানবাসীর জন্য আমার সহানুভূতি রইল। খুব তাড়াতাড়ি পরিস্থিতির মোকাবিলা হোক এটাই আশা রাখব।’

Advertisements

২০২২ সালে ‘আরআরআর’ সিনেমার প্রচারের জন্য জাপানে গিয়েছিলেন তিনি। সেখানে জুনিয়র এনটিআর-এর অনুরাগীর সংখ্যাও কম নয়।

উল্লেখ্য, সোমবার জাপানের পশ্চিম উপকূলে তীব্র ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত ৩০ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন