English

30.1 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
- Advertisement -

জার্মানির রাস্তায় ভক্তের মুখোমুখি শাহরুখ, কেঁদে ফেললেন তরুণী

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের কিং খান শাহরুখ খান আবারও প্রমাণ করলেন কেন তিনি শুধু একজন সুপারস্টার নন, বরং ভক্তদের হৃদয়ের বাদশাও। সম্প্রতি জার্মানির এক রাস্তায় হঠাৎ এক তরুণী ভক্তের মুখোমুখি হন শাহরুখ। ছবি তুলতে মানা করলেও যা করলেন, তা ভক্তের চোখে আনন্দের অশ্রু এনে দেয়।

ঘটনাটি ঘটে এক হোটেলের সামনে, যেখানে শাহরুখ অবস্থান করছিলেন। ভক্ত আসমা জানায়, প্রথমে তিনি শাহরুখের দেহরক্ষীকে চিনে ফেলেন এবং উত্তেজনায় বন্ধুদের বলেন, এটাই শাহরুখ! নিরাপত্তাকর্মীরা ছবি না তোলার অনুরোধ করেন, তবে আসমা সাহস করে শাহরুখকে জড়িয়ে ধরার অনুরোধ করেন। শাহরুখও বিনয়ের সঙ্গে সম্মতি দেন, এবং তাকে ও তার বন্ধুদের জড়িয়ে ধরেন।

আসমা জানান, তিনি কান্নায় ভেঙে পড়লে শাহরুখ তাঁর মাথায় স্নেহের স্পর্শ রেখে বলেন, God bless you। এরপর তিনি জানতে চান তারা কোথা থেকে এসেছে, তারপর ধীরে ধীরে চলে যান। পুরো মুহূর্তটি ভিডিওতে ধারণ হয় এবং দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিও ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে ভক্তরা শাহরুখের নম্রতা ও মানবিকতার প্রশংসা করেন। এক ভক্ত লেখেন, আমি নিজেও এমন একটি অভিজ্ঞতা চাই। আরেকজন বলেন, প্রতিটি SRK ফ্যান তার আনন্দ অনুভব করতে পারছে।

পরে সেখানে আরও ভক্ত হোটেলের সামনে জড়ো হন এবং শাহরুখ অনেককে সময় দেন। তিনি অটোগ্রাফ দেন, কারো টি-শার্টের পেছনে স্বাক্ষর করেন এবং যদিও শুরুতে ছবি তুলতে মানা করেছিলেন, শেষ পর্যন্ত অনেকের সঙ্গে ছবি তুলতেও রাজি হন।

সর্বশেষ শাহরুখকে ‘ডুনকি’ ছবিতে দেখা গেছে, যা বক্স অফিসে সফল হয়েছে। সামনে তিনি ‘King’ ছবিতে অভিনয় করবেন, যেখানে তার মেয়ে সুহানা খান ও অভিষেক বচ্চনও থাকবেন। এছাড়াও তিনি ২০২৫ সালের মেট গালা-তে প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে লাল গালিচায় হাঁটবেন, ডিজাইনার সাব্যসাচীর সঙ্গে।

শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও শাহরুখ খান বারবার প্রমাণ করে দিচ্ছেন কেন কোটি ভক্ত তাকে ভালোবাসেন। জার্মানির এই ঘটনা শুধুই একটি উদাহরণ—তার মানবিকতা আর নম্রতা আজও ভক্তদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d784
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন