English

28 C
Dhaka
রবিবার, নভেম্বর ২, ২০২৫
- Advertisement -

জাহ্নবী এবার মায়ের সিনেমার রিমেকে অভিনয় করবেন

- Advertisements -

নাসিম রুমি: বলিউড ইন্ডাস্ট্রির প্রয়াত নায়িকা শ্রীদেবীর সাড়া তোলা ‘চালবাজ’ সিনেমা নতুন করে তৈরি করা হচ্ছে। আর তাতে শ্রীদেবী অভিনীত চরিত্রে অভিনয় করবেন তার মেয়ে জাহ্নবী কাপুর।

১৯৮৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী। আলোচিত এ সিনেমার রিমেক তৈরি হচ্ছে।

এর আগে ২০২২ সালে ঘোষণা এসেছিল ‘চালবাজ ইন লন্ডন’ সিনেমা আসছে। ওই সময় নায়িকা হিসেবে আসে শ্রদ্ধা কাপুরের নাম।

এখন বলিউড হাঙ্গামা বলছে, জাহ্নবী ‘চালবাজের’ রিমেকে তার মায়ের ভূমিকায় অভিনয় করবেন। সিনেমাটির শুটিং শুরু হবে চলতি মাসে।

জাহ্নবী বলেছেন, এই সিনেমায় অভিনয় করতে করবো, তবে একই সঙ্গে সতর্কও।

“কারণ আমার কাছে চালবাজ কেবল একটি সিনেমা নয়, এটি একটি আবেগ।”

জাহ্নবী চান না, সকলে যেন এটা ভেবে বসে, তিনি মায়ের জনপ্রিয়তাকে পুঁজি করে এই সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন।

অভিনয় এবং নাচ দিয়ে গত শতকের আশি ও নব্বইয়ের দশকের হিন্দি সিনেমার দর্শকদের মাতিয়ে রেখেছিলেন নায়িকা শ্রীদেবী। ১৯৭৯ সালে তামিল সিনেমা ‘ষোলওয়া শাওন’ দিয়ে তার অভিনয়ে অভিষেক, শেষ কাজ ‘মম’।

‘চালবাজ’ সিনেমায় শ্রীদেবীকে পাওয়া যায় নম্র স্বভাবের অঞ্জু আর দুরন্ত চরিত্রের মঞ্জু নামের দুটি মেয়ের ভূমিকায়। এ সিনেমায় গান ছাড়া শুধু মিউজিকের সঙ্গে ধ্রুপদী নাচের জন্য বলিউড ইন্ডাস্ট্রিতে সমসাময়িক নায়িকাদের মধ্যে নৃত্যশিল্পী হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান শ্রীদেবী। এছাড়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা নায়িকার পুরস্কার পান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vs8z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন