চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ও পরবর্তীতে সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণের লড়াইয়ে বিরক্ত অভিনেতা আশরাফ উদ্দীন উজ্জল। এবারের নির্বাচনের শুরু থেকেই চুপ ছিলেন ‘বিনিময়’ ছবির এই অভিনেতা। এবার মুখ খুললেন তিনি। সিনিয়র অভিনয়শিল্পীদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।
তাঁর মতে সিনিয়র অভিনয়শিল্পীরা বৈঠকে বসে জায়েদ খানকে এক বছর ও নিপুণকে এক বছর ক্ষমতায় থাকার সুযোগ দিলেই হয়।
উজ্জল বলেন, ‘আমি জানি না এই পদের মধ্যে কী এমন লুকিয়ে আছে যে পদটি তাদের পেতেই হবে! আমি নিজেও ভোট দিতে যাইনি। মনে হচ্ছে ভোট না দিয়ে ভালোই করেছি। চারদিকে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনার চেয়ে সমালোচনা বেশি হচ্ছে। আমি ইন্ডাস্ট্রিরই একজন মানুষ। আমার তো লজ্জা করছে এই সব কাণ্ড-কারখানা দেখে। ’
উজ্জল আরো বলেন, ‘আমাদের সময়েও শিল্পী সমিতি ছিল। আমি নিজেও নির্বাচন করেছি। তখন নির্বাচন হতো উত্সবের মতো। এখন তো কাদা ছোঁড়াছুঁড়ি ছাড়া আর কিছুই দেখি না। অতি দ্রুত সিনিয়র অভিনেতা-প্রযোজক-পরিচালকদের এক হয়ে বিষয়টি সুরাহা করার আহ্বান করছি। সমাধানের পথও বলে দিচ্ছি, তাঁদের দুজনকে এক বছর করে ক্ষমতা দেওয়া হোক। তাহলে ঝামেলা মিটে যাবে। ’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/a088
