English

25.9 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

জিঙ্গেলে ফিরলেন কোনাল

- Advertisements -

একটা সময় নিয়মিত বিজ্ঞাপনে জিজ্ঞেল দিতেন কোনাল। দর্শক নন্দিত সে বিজ্ঞাপনে কোনালের কণ্ঠ ভিন্নমাত্রা যোগ করতো। মাঝে কয়েক বছর প্লেব্যাক ব্যস্ততা বেড়ে যাওয়া সেদিকে মনোযোগী ছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠের মঞ্চ উঠে আসা এ গায়িকা।

সুখবর হচ্ছে, দীর্ঘদিন পর আবার বিজ্ঞাপনের জিঙ্গেলে ফিরলেন কোনাল।

এর আগে মেরিল পেট্রোলিয়াম জেলি, পেপসোডেন্ট টুথপেস্টের, কনডেন্স মিল্ক, প্রাণ, আড়ং, চাকা ওয়াশিং পাউডার, বোটানিক অ্যারোমা ডে ফেয়ারনেস ক্রিম, আইটেল ফোনসহ বেশ কয়েকটি বিজ্ঞাপনের জিজ্ঞেল ও ভয়েসওভার দিয়েছেন।

নতুন করে ‘নিম বিউটি সোপ’র বিজ্ঞাপনে জিঙ্গেল দিলেন, যে বিজ্ঞাপটিতে কাজ করছেন চিত্রনায়িকা ববি।

শুটিং ফ্লোরে থাকা বিজ্ঞাপনটি তৈরি করছেন রেহমান খলিল। জানা যায়, শিগগির বড় আয়োজনের বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

নিম বিউটি সোপের বিজ্ঞাপনে জিঙ্গেলের পাশাপাশি ওভারভয়েস দিয়েছেন কোনাল। তিনি মনে করেন, বিজ্ঞাপনে জিঙ্গেল চলচ্চিত্রের প্লে-ব্যাকের মতোই। মনোযোগইটা একই রকম দিতে হয়। কিন্তু ভয়েসওভারের মজাটা হলো, সেখানে স্ক্রিপ্ট দেখে পর্দায় যিনি অভিনয় করেছেন তার মুড বুঝে কণ্ঠ দিতে হয়।

কোনাল বলেন, এটা করতে গিয়ে অনেক সময়ই পর্দার মানুষটির সঙ্গে কণ্ঠ মেলে না। বারবার দিতে হয়। কিন্তু নিম বিউটি সোপের কাজটি খুবই চমৎকার হয়েছে। কাজটি করতে গিয়ে আমি নিজেও মজা পেয়েছি। অনেকদিন পর জিঙ্গেল দিলাম। সবকিছু মিলে গেলে এখন থেকে নিয়মিত বিজ্ঞাপনের জিঙ্গেলে কাজ করবো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rxc1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন