English

27.4 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫
- Advertisement -

জীবনের কঠিন সময়ের কথা জানালেন আশিস বিদ্যার্থী

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। হিন্দি সিনেমা, দক্ষিণী ইন্ডাস্ট্রি মিলিয়ে প্রায় শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

তবুও সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেছেন এই অভিনেতা। আশিস জানিয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো একটি সম্মানজনক পুরস্কার জেতার পরেও তাকে তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়েছিল। পুরস্কার পাওয়ার পরও সেই মুহূর্তটি উদযাপন করার মতো আর্থিক সামর্থ্য তার ছিল না।

সিদ্ধার্থ কান্নানের সঙ্গে একটি সাক্ষাৎকারে আশিস বিদ্যার্থী তার আর্থিক সংকটের কথা স্মরণ করেন। তিনি জানান, ‘দ্রোহকাল’ ছবির জন্য জাতীয় পুরস্কার জেতার পর ছবির পরিচালক গোবিন্দ নিহালানি তাকে একটি পার্টি দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেই সময়ে তিনি নিজের বাড়ির ভাড়া দিতেও হিমশিম খাচ্ছিলেন।

আশিস বলেন, তিনি আমাকে মেইনল্যান্ড চায়না রেস্তোরাঁ বুক করতে বললেন। আমি কেবল বাইরে থেকেই রেস্তরাঁটি দেখেছিলাম। সেখানে খাওয়ার কথা কখনও ভাবিনি।

আর্থিক দুশ্চিন্তা সত্ত্বেও আশিস তার এক বন্ধুর উৎসাহে পার্টিটি আয়োজন করেন। কিন্তু পুরো সন্ধ্যা জুড়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন।

আশিস বলেন, আমি কেবল একটি লেবুর জল হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলাম, কারণ আমি ভদকা অর্ডার করে বিল বাড়াতে চাইনি। সেদিন যারা মদ পান করতেন না, তারাও মদ চেয়েছিলেন। এমনকি যারা নিরামিষাশী ছিলেন, তারাও মাংস খেতে চেয়েছিলেন! এক পর্যায়ে আমি গোবিন্দ নিহালানিকে একপাশে নিয়ে গিয়ে স্নায়ুচাপ নিয়ে জিজ্ঞেস করি, ‘যদি আমি বিল দিতে না পারি? তাহলে কি আমাকে থালাবাসন মাজতে হবে? পুলিশ আসবে?’

পরিচালক তখন তাকে আশ্বস্ত করেন যে তিনিই বিলের খরচ মিটিয়ে দেবেন। পরিচালকের এই সহৃদয় আচরণ আশিসকে অবশেষে সেই সন্ধ্যাটি উপভোগ করতে সাহায্য করেছিল।

এরপর আশিস তার কর্মজীবনের কথা বলেন। মা-বাবার আর্থিক দায়িত্ব থাকায় তিনি যে কোনো কাজ পেতেন, তাতেই রাজি হয়ে যেতেন। এমন পরিস্থিতিতে তাকে বেশ কিছু বি-গ্রেড ছবিতেও অভিনয় করতে হয়েছে।

বর্তমানে আশিস বিদ্যার্থী একজন অভিনেতা, মোটিভেশনাল স্পিকার এবং ফুড ভ্লগার হিসেবে সফলভাবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তাকে ‘দ্য ট্রেইটর্স’ রিয়েলিটি শোতে প্রতিযোগী হিসেবে দেখা গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/k9my
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন