জামশেদের মূল ব্যবসা সে একজন নারী পাচারকারী, নানা কৌশলে গ্রাম কিংবা শহর থেকে দালালের মাধ্যমে ঢাকা নিয়ে এসে সেখান থেকে পাচার করে। এবার চোখ পড়েছে তারই অফিসের নাইট গার্ডের মেয়ে অন্তরার উপর। যদিও নাইট গার্ডের দ্বিতীয় স্ত্রীর মেয়ে। টাকার লোভে বাবার বয়সী লোকটিকে বিয়ে করতে হয় অন্তরাকে। কাবিন – নামা, বিয়ে সবই ছিলো সাজানো নাটক। বিয়ের পর তেমন সুখ ছিল না অন্তরার সংসারে। মূলত তাকেও পাচার করার জন্যই এমন গল্প সাজানো হয়েছে। বিষয়টি অন্তরা টের পায়। একদিন কাক ডাকা ভোরে বাড়ী থেকে পালিয়ে যায়। আচমকা উবার ড্রাইভার জোসেফের গাড়ীর উপর এসে পড়ে অন্তরা, ঘটে মারাত্মক দূর্ঘটনা। এভাবেই চলতে থাকে আসাদুজ্জামান সোহেগের রচনায় ও জনপ্রিয় নাট্য পরিচালক দীপু হাজরার পরিচালনায় নাটক “ইচ্ছে দহন” নাটকটির শুটিং শুরু হয় গতকাল ঢাকার পার্শ্ববর্তী আমিন বাজারের মধুমতি মডেল টাউনে।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, আব্দুন নূর সজল, সালাহ্ খানম নাদিয়া, এস এম মহসিন, মীর শহীদ, জিনাত রেহানা লুনা, মীর আলী, আরিয়ান ইভা, ফকির মাহমুদ জাকির, জলি আক্তার, সরকার আরিফুল ইসলাম, পপি আক্তার, শিশির আহমেদ, পিপুলী ইসলাম, আনিকা আফরিন প্রমুখ। বিটুএ ভিশন প্রযোজিত নাটকটি খুব শিঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের কথা রয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/xdnd
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন