English

29.9 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
- Advertisement -

জীবন চলে যাচ্ছে, বিশাল শূন্যতা নিয়ে: আরিফিন শুভ

- Advertisements -

নাসিম রুমি: দেশের প্রথম সারির চিত্রনায়ক আরিফিন শুভর সময়টা ভালো যাচ্ছে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলের ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে তার অভিনয় ক্যারিয়ারে। ‘মুজিব’ চলচ্চিত্রে বিনা পারিশ্রমিকে অভিনয়, হাসিনা সরকারের বরাদ্দকৃত সরকারি প্লট পাওয়া, জুলাই আন্দোলনে ছাত্রদের সমর্থন না করা- এসব কারণেই তিনি জনগনের রোষানলে পড়েছেন।সেই প্লটতো হারিয়েছেনই, এরইমধ্যে ব্যক্তিজীবনেও এসেছে একের পর এক খারাপ খবর। দীর্ঘদিনের সংসার ভাঙণ থেকে শুরু করে মা হারানোর শোক- সব মিলিয়ে শুভ অনেকটাই বিধ্বস্ত।

তারই ইঙ্গিত পাওয়া গেলো আজকে নিজের ফেসবুক পেজে শেয়ার করা একটি ছবি ও তার ক্যাপশনে। ছবিতে দেখা যাচ্ছে শুভ তার মায়ের কবরের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন।

ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ডিসেম্বর মাস থেকেই হঠাৎ হঠাৎ কাজের মধ্যেই মাথায় আসতো যে ২৪ শে জানুয়ারি আবার ফিরে আসছে…….সময় বড়ই স্বার্থপর……!

একটা একটা দিন গুনতাম আর নিজের অজান্তে ভাবতাম, আমি কি কোথাও ভুল করছি সময়ের হিসাব করতে? নাকি আসলেই এক বছর হয়ে গেছে?

লক্ষ্য কোটি শব্দ লিখেও, এই জীবনে কোনদিন আমি বোঝাতে পারবো না……আমার জন্য তুমি কি ছিলে এবং আছো!

জীবন চলে যাচ্ছে মা। কিন্তু একটা বিশাল শূন্যতা নিয়ে! গত ৩৬৫ দিন ধরে প্রত্যেকটা মুহূর্ত শুধু এটাই প্রশ্ন করেছি নিজেকে…… সত্যিই তুমি নেই মা?

নাকি আমি কোথাও ভুল করছি এটা কোন দুঃস্বপ্ন নয় তো? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা!’

মাকে শুভ কতোটা ভালোবাসতেন সে কথা তার ফেসবুক অনুসারীরা জানেন। মাকে হারিয়ে শুভ’র এই কষ্ট তারা অনুধাবন করতে পারবেন।

প্রসঙ্গত, শুভ’র নতুন কাজের খবর নেই দীর্ঘদিন হয়ে গেলো। এমনকি মুক্তি আটকে আছে তার সিনেমা ‘নূর’-এর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3ozr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন