English

30 C
Dhaka
বুধবার, অক্টোবর ২২, ২০২৫
- Advertisement -

জুটি বাঁধলেন রুনা লায়লা ও বাপ্পা মজুমদার

- Advertisements -

নাসিম রুমি: সংগীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও গায়ক বাপ্পা মজুমদার এবার প্রথমবারের মতো একটি গানে জুটি বেঁধেছেন। গানটির শিরোনাম ‘বলেছ’। সৈয়দ গালিব হাসানের কথায় সুর ও সংগীতায়োজনও করেছেন বাপ্পা মজুমদার।

মূলত রুনা লায়লার একক কণ্ঠে গাওয়ার জন্য তৈরি হয়েছিল গানটি। কিন্তু সুর শোনার পর কিংবদন্তি এই গায়িকার অনুরোধে এতে কণ্ঠ দেন বাপ্পা মজুমদারও।

এ প্রসঙ্গে গণমাধ্যমে রুনা লায়লা বলেন, খুব সুন্দর একটি গান। কম্পোজিশন এবং গালিবের লেখা গানের কথাও এক কথায় অসাধারণ। বাপ্পার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে আমার। একটি কথাই বলব, গানটি গেয়ে অনেক তৃপ্তি পেলাম।

অন্যদিকে গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা। তবে প্রথম থেকেই ভীষণ নার্ভাস লাগছিল। কারণ, কিংবদন্তি শিল্পীর জন্য গান করতে পারা নিঃসন্দেহে এক পরম প্রাপ্তি। রুনা ম্যামের গাওয়া নিয়ে কোনো কথা বলার সাহস আমার নেই। মূলত তার জন্যই গানটি করা হয়েছিল। কিন্তু তিনি নিজ থেকেই বলেছিলেন, তুমি বরং আমার সঙ্গে গাও। গানটি ডুয়েট হোক।

তিনি আরও বলেন, এটি আমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো বললে ভুল হবে না একদমই। আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ, রুনা ম্যামের সঙ্গে গান করতে পারা আমার কাছে এক পরম প্রাপ্তি। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে গানটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/eq2k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন