English

31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

জুবিন গার্গের কফিনে স্তব্ধ জনস্রোত, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

- Advertisements -

জনপ্রিয় ভারতীয় গায়ক জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর পর তার দেহ রবিবার ভোররাতে ভারতের গুয়াহাটিতে পৌঁছায়। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। বিমানবন্দর থেকে শহরের রাস্তায় প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে হাজার হাজার ভক্ত ভিড় জমান।

মরদেহ পৌঁছানোর পর জুবিনের স্ত্রী গারিমা সাইকিয়া গার্গ কফিন আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সেই দৃশ্য দেখে অনুরাগীরা স্তম্ভিত হয়ে যান। শুধু গারিমা নয়, আশেপাশের প্রায় সবাই চোখে জল নিয়ে ছিলেন।

গুয়াহাটির রাস্তায় ছোট-বড় সংগীতশিল্পীরাও জুবিনকে শ্রদ্ধা জানান। তার মৃত্যু খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আসাম রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন।

জুবিন গার্গের মৃত্যুতে সমগ্র সংগীতশিল্পী ও ভক্ত সমাজ শোকাহত। বিমানবন্দর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থানে শেষ শ্রদ্ধা প্রদর্শিত হয়েছে, যা প্রিয় শিল্পীর প্রতি জনগণের অগাধ ভালোবাসা প্রতিফলিত করে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/v9z4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন