English

27.2 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

জুলাই গণহত্যার বর্ষপূর্তিতে বিএফডিসিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

- Advertisements -

প্রধান অতিথি মেগাস্টার চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, শুধু মুক্তচিন্তার মানুষ নয়, কেউই গণহত্যা সমর্থন করতে পারে না। কিন্তু কিছু দলকানা, শিল্পী নামের কলঙ্ক, দুর্নীতি গ্রস্ত দানব-দানবী, নাটকবাজ ফ্যাসিস্ট হাসিনার আনুকূল্য পাওয়ার আশায়, আমাদের সন্তানদের লাশের উপর দাঁড়িয়ে ৩৩ জুলাই বিটিভিতে, ও ৩৪ জুলাই এফডিসি গেইটে উল্লাস উৎসব করে। সেই কলঙ্কময় ঘৃণিত দিন আজ আমরা সকল জুলাই শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং সেদিনের দানব-দানবী’র প্রতি নিন্দা জানাই। আমাদের দাবি রাষ্ট্রীয় বর্জনতালিকায় সেদিনের তথাকথিত সংস্কৃতিকর্মীসহ সকল অমানুষকে অন্তর্ভুক্ত করলে শহিদ আত্মারা শান্তি পাবে।

জুলাই আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ‘২ আগস্ট বিটিভি এবং ৩ আগস্ট বিএফডিসিতে’ চলচ্চিত্র ও টেলিভিশন শিল্প মাধ্যমের কতিপয় শিল্পী ও কলাকুশলী জুলাই আন্দোলনের বিরোধিতা করে গণহত্যার সমর্থন দিয়ে জমায়েত হয়েছিল। গণহত্যার ইন্ধনদাতা আওয়ামী ফ্যাসিবাদের দোসর সুবিধাভোগী সেই সকল শিল্পী ও কলাকুশলীদের বিচার ও রাষ্ট্রীয়ভাবে বর্জনতালিকা ভুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ আগস্ট ২০২৫, সকাল সাড়ে ১১টায় বিএফডিসির সামনে “জুলাই আন্দোলনের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে ফ্যাসিবাদের দোসর চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার শিল্পী ও কলাকুশলীদের বিচার এবং রাষ্ট্রীয় ভাবে বর্জনতালিকা ভুক্তির দাবি নিয়ে “৩ আগস্ট চলচ্চিত্রের কালোদিবস” পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ।

“৩ আগস্ট চলচ্চিত্রের কালোদিবস” উদ্‌যাপন কমিটির আহ্বায়ক, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন এর সভাপতিত্বে এবং “৩ আগস্ট চলচ্চিত্রের কালোদিবস” উদ্‌যাপন কমিটির সদস্যসচিব, জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সভাপতি মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল।

জুলাই গণহত্যার ইন্ধনদাতা শিল্পী-কলাকুশলীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তিতা করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, চলচ্চিত্র পরিচালক হানিফ রেজা মিলন, জাইএ এর প্রতিষ্ঠাতা সভাপতি হান্নান মজুমদার, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মো. আরমান, চলচ্চিত্র পরিচালক আবুল কালাম আজাদ, চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, জাইএ এর সাধারণ সম্পাদক জিএম সাঈদ, চিত্রনায়ক আবির পারভেজ,
অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া, চলচ্চিত্র ব্যবস্থাপক নজরুল ইসলাম, চলচ্চিত্র কর্মী আজিজুল হক খোকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w1i5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন