নাসিম রুমি: চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থান আন্দোলনের সঙ্গে শুরু থেকেই যুক্ত ছিলেন বাংলা সংগীতের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। ছাত্র-জনতার এই আন্দোলনে একাত্মতা জানিয়ে বরাবরই সরব থেকেছেন তিনি।
গতকাল ১ জুলাই, জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি। এ বিশেষ দিনেও সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন আসিফ। এক ফেসবুক পোস্টে তিনি ‘জুলাই যোদ্ধাদের’ প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘হ্যালো জুলাই। জানি তোমাদের আশ্রয় দরকার নেই, তবুও আমরা আছি তোমাদের পাশে। স্যালুট।’
গত বছরের ২৮ অক্টোবর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন আসিফ। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘জুলাই বিপ্লবের দুই সফল অধিনায়ক এসেছিলেন ধন্যবাদ জানাতে জেনারেশন জেডের পক্ষ থেকে। তাদের সঙ্গে দেশ, সমাজ, রাজনীতি, সংগীত এবং মিডিয়া নিয়ে কথা হয়েছে। এরা যথেষ্ট জ্ঞানী এবং স্মার্ট।’
ছাত্র আন্দোলনের নেতাদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আসিফ বলেছিলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ খুব স্ট্রেইটকাট ছেলে, সারজিস আলম মৃদুভাষী।’
গণ-আন্দোলনের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থন এবং তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ রেখে আসিফ আকবর ফের প্রমাণ করলেন, তিনি শুধু গানের মানুষই নন, সময়ের সাহসী কণ্ঠও।