English

29.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

জেলের বন্ধুরা পরীমণিকে যে প্রশ্ন করেছিল

- Advertisements -

 

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের এক মামলায় জেলে জেতে হয়েছিল চিত্রনায়িকা পরীমণির। ছিলেন ২৬ দিন। ওই সময় জেলের মধ্যেই পরীর একটা বন্ধু সার্কেল গড়ে ওঠে। তাদের কারও কারও সঙ্গে এখনো যোগাযোগ আছে বলে সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে জানিয়েছেন এই চিত্রনায়িকা।

পরীমণির কথায়, ‘আমি জেলে গিয়েছিলাম, জেলে যাদের সঙ্গে দেখা হয়েছিল, সবার সঙ্গে যোগাযোগ নাই তবে কারও কারও সঙ্গে যোগাযোগ আছে। সবাইতো আমার মতো দোষী হয়ে জেলে যায় নাই, কাউকে কাউকে দোষী বানানোর পরে জেলে গেছে। ওরা আমাকে মাঝে মাঝে বলে, দেখো তোমাকে কেউ প্রোপোজ করলে কি করবা, তোমার কি কোথাও এমন কেউ নাই?’

উত্তরে জেলের বন্ধুদেরকে পরী বলেছিলেন, ‘আমি এমন একটা জীবন চাই, যেখানে দেখা যাবে আমি হয়তো দেশের বা বিদেশের কোনো সমুদ্র সৈকতে হাঁটলাম, তারপর কেউ আমাদেরকে বললো- ওরা “বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড” এরকম। কিন্তু দেখা গেলো আমার ছেলে আর আমি। আমি ওই জীবনটা চাই।’

সাক্ষাৎকারে পরীমণি আরও জানান, দুই সন্তানকে নিয়ে তিনি খুব ভালো আছেন। এর বাইরে আর কোনো সম্পর্ক নিয়ে তিনি ভাবতে চান না।

বলা দরকার, ২০২১ সালের ৪ আগস্ট মাদককাণ্ডে পরীমণিকে আটক করে র‍্যাব। সে সময় তার বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়। পরবর্তী সময়ে মাদক মামলায় নায়িকাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল তাকে।

 

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mhqk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন