নাসিম রুমি: অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। বলিউডের উঠতি অভিনেত্রীদের একজন তিনি। ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। অভিনয় ক্যারিয়ার শুরু করার আগেই রুপালি জগতকে বিদায় জানালেন আথিয়া।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল শেঠি বলেন, “আথিয়া বলেছে, ‘বাবা, আমি আর অভিনয় করতে চাই না।’ সে ছেড়ে দিয়েছে। ‘আমি আর আগ্রহী নই। আমি আর সিনেমা করতে চাই না।’— এই কথা বলার জন্য আথিয়াকে স্যালুট। ‘মতিচুর চাকনাচুর’ সিনেমার পর, তার জীবনে অনেক কিছু এসেছিল। সে বলেছে, ‘আমি আর চাই না। আমি ভালো আছি, তা জানো?”
কিছু দিন আগে মা হয়েছেন আথিয়া। মাতৃত্বকে ভীষণ উপভোগ করছেন। তা জানিয়ে সুনীল শেঠি বলেন, “এখন সে তার জীবনের সেরা চরিত্র পেয়েছে। সে সেরা ফিল্মে কাজ করছে। এটাই জীবন। মায়ের এই চরিত্রকে সে ভালোবাসে।”
২০১৯ সালে ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল ও আথিয়া প্রেমের সম্পর্কে জড়ান। এ জুটির প্রেম নিয়ে চর্চা কম হয়নি। সর্বশেষ ২০২৩ সালের ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। গত ২৩ মার্চ কন্যাসন্তানের জন্ম দেন আথিয়া। এ দম্পতির এটি প্রথম সন্তান।
রোমান্টিক সিনেমা ‘হিরো’ দিয়ে রুপালি জগতে যাত্রা শুরু করেন আথিয়া। অভিষেকের পর দুই বছরের বিরতি নিয়ে ‘মুবারাকান’ সিনেমায় অভিনয় করেন। পরের বছর ‘নওয়াবজাদে’ সিনেমার একটি গানে দেখা যায় তাকে। ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত ‘মতিচুর চাকনাচুর’ সিনেমা। এটি তার অভিনীত সর্বশেষ সিনেমা।
এসব সিনেমায় অভিনয় করে খানিকটা পরিচিতি পান আথিয়া। কেবলই যেন জ্বলে উঠতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই রুপালি জগত।