English

33.2 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

টয়লেটে পানি না থাকায় ভিডিও বার্তায় ক্ষোভ ঝাড়লেন পাক অভিনেত্রী

- Advertisements -

পাকিস্তানের করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে টয়লেটে পানি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী হিনা বায়াত। জাতীয় দিবস ‘ইয়াওম-এ-তাকবীর’-এ এমন অনভিপ্রেত অভিজ্ঞতা নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি।

হিনা বায়াত বলেন, “নামাজ পড়তে কিংবা বাচ্চাদের নিয়ে বাথরুমে যাচ্ছেন অনেকে, কিন্তু সেখানে পানি নেই। এটা কীভাবে সম্ভব? আমাদের বিমানবন্দর, আমাদের প্রশাসনের এই অবস্থা কেউ কি স্বীকার করবে?”

তিনি আরও বলেন, “ভুলগুলো সংশোধন করা উচিত। একদিকে নতুন প্রকল্প, নতুন ট্রেন—আর অন্যদিকে আন্তর্জাতিক বিমানবন্দরে টয়লেটে পানির ব্যবস্থাও নেই। বিষয়টি সত্যিই দুর্ভাগ্যজনক।”

ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লিখেছেন, “ইয়াওম-এ-তাকবীর—জাতীয় অর্জনের এক আনন্দঘন দিন। কিন্তু এবারের এই ছুটির দিনটি দুঃখজনকভাবে হতাশায় ভরে উঠেছে। একটি জাতি হিসেবে আমরা যেন নিম্নমানের পরিষেবা, দুর্বল ব্যবস্থাপনা এবং ত্রুটিপূর্ণ রক্ষণাবেক্ষণকে মেনে নিতে শিখে গেছি।”

তিনি প্রশ্ন তোলেন, “কেন আমরা সাধারণ মানুষের মৌলিক চাহিদার দিকে নজর না দিয়ে অপ্রয়োজনীয় উদ্যোগে ব্যস্ত থাকি? সময় এসেছে আত্মানুসন্ধানের। উৎসব পালনের আগে আমাদের উচিত নিজেদের ত্রুটিগুলো চিহ্নিত করে তা দূর করা। তবেই উন্নতির পথে এগোনো সম্ভব।”

উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তান পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায়। এই উপলক্ষে দিনটিকে ‘ইয়াওম-এ-তাকবীর’ নামে জাতীয় দিবস হিসেবে পালন করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qfvi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন