সালাম মাহমুদ: ১৬ আগস্ট বিকাল ৫টায় রাজধানীর বিজয় নগর অরনেট হোটেল (থ্রি স্টার) বলরুমে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ টেজাব ও উইমেন এন্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে টেজাব’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে পর্যটন শিল্পের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা, এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ ও কবিতা উৎসবে প্রয়াত চলচ্চিত্রকার আমজাদ হোসেন, বরেণ্য নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তাশিক আহমেদ এবং বিজ্ঞানী কবি হাসনাইন সাজ্জাদী এর হাতে এ পুরস্কার তুলে দেন মাননীয় বিচারপতি সিকদার মকবুল হক।
টেজাব’র নির্বাহী চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা’র পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র ডিস্ট্রিক ও সেশন জজ ড. মোঃ সাহজাহান সাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফর এভার বরিশাল ও ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির সভাপতি প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, কবি শাহীদুজ্জামান প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. হামিদা খানম, যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ মজিফুর রহমান লিটন, উইমেন এন্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নিপা, কমিউনিকেশন অব বাংলাদেশ (কব) এর চেয়ারম্যান গোলাম ফারুক মজনু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব কবি অশোক ধর এবং উদ্বোধন ঘোষণা করেন ট্রাব’র চেয়ারম্যান ও গণকণ্ঠের নির্বাহী সম্পাদক লায়ন সালাম মাহমুদ, অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য টেজাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন সাহিত্যে বিশিষ্ট কবি ও লেখক শারাবান তহুরা, উপস্থাপনায় মোঃ মঞ্জুর হোসেন ঈসা, চিকিৎসায় ডাঃ ইয়াসিন আলী, সাংবাদিকতায় লায়ন সালাম মাহমুদ, মাহবুবুর রহমান চঞ্চল, অভিনয়ে সানোয়ার খান।