নাসিম রুমি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ পেলেন অস্কারজয়ী সুরকার এআর রহমান।
সংগীতাঙ্গনের সুরস্রষ্টা অস্কারজয়ী সুরকার এআর রহমান হিন্দি সিনেমা জগতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে মন্তব্য করে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার কেন্দ্রে উঠে এসেছেন।
বলিউডে তাকে ‘কোণঠাসা’ করা হচ্ছে—এমন দাবি ঘিরে তারকাদের মতভেদ থাকলেও এ সুরকারের মন্তব্য নিয়ে এখনো চর্চা চলমান। ঠিক এমন সময়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ পেলেন এ অস্কারজয়ী।
বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ডিসির ঐতিহ্যবাহী কেনেডি সেন্টারে এক জমকালো আয়োজন করা হয় মেলানিয়া ট্রাম্পের জীবন ও ভূমিকা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের প্রিমিয়ার অনুষ্ঠানের। সেখানেই বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন এআর রহমান। এ সময় প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, জনপ্রিয় র্যাপার ওয়াকা ফ্লকা ফ্লেম এবং জর্ডান বেলফোর্ট—যার জীবন অবলম্বনে নির্মিত হয়েছে ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’। সেই প্রিমিয়ারে যোগ দিতেই যুক্তরাষ্ট্রে যান এআর রহমান।
এ ছাড়া রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যেও উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির সাবেক মেয়র এরিক অ্যাডামস, যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স, স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র ও রাজস্বসচিব স্কট বেসেন্ট। এমন তারকাখচিত আয়োজনে এআর রহমানের উপস্থিতি যে বিশেষ আকর্ষণ ছিল, তা বলার অপেক্ষা রাখে না।
‘মেলানিয়া’ শিরোনামের সেই তথ্যচিত্রটি শুক্রবার (৩০ জানুয়ারি) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। তথ্যচিত্র ‘মেলানিয়া’-তে ফার্স্টলেডির ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন তুলে ধরা হয়েছে। এতে তাকে শুধু ফ্যাশন আইকন বা কূটনৈতিক চরিত্রেই নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবেও দেখানো হয়েছে।
