English

34.7 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
- Advertisement -

ডুব দিয়ে কাদার ভেতর থেকে উঠতে হয়: জয়া আহসান

- Advertisements -

নাসিম রুমি: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তিজীবন নিয়ে প্রচুর কৌতূহল তার ভক্ত-অনুরাগীদের। যদিও তার অভিনয়ের গভীরতায় বুঁদ হয়ে যান দর্শকরা। তার সৌন্দর্যের নিরিখেও সমসাময়িক অনেক অভিনেত্রীর চেয়ে এগিয়ে তিনি। তারপরও ব্যক্তিগত কষ্ট নিয়ে খুব বেশি কথা বলতে অভ্যস্ত নন, তবু কবিতায় যেন নিজের জীবনযুদ্ধের অজানা গল্পই বললেন অভিনেত্রী।

ছোটপর্দার টেলিভিশনে যাত্রা শুরুর পর দীর্ঘ পথ পেরিয়েছেন। মাঝে জীবনে ওঠাপড়া দেখেছেন বিস্তর। ১৩ বছরের দাম্পত্যজীবনে ভাঙন। তার পর থেকেই যেন ‘একলা চলো রে’ নীতিতে বিশ্বাসী জয়া আহসান। এ মুহূর্তে হাতে তার প্রচুর কাজ। বাংলাদেশের ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনই  কলকাতার ‘পুতুল নাচের ইতিকথা’তেও সমাদৃত তার অভিনয়। তবে কোনো সাফল্যই যে একদিনে আসেনি সেটাই জানালেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে জাহিদ হাসান নামে এক ব্যক্তির লেখা নিয়ে জয়া লিখেছেন, জীবনের কোনো সফলতাই শাপলা ফুলের মতো নয় যে, পুকুরের ওপর ভেসে থাকবে আর তুমি গিয়ে ছিঁড়ে আনবে। জীবনের সফলতা শোল মাছ ধরার মতো, ডুব দিয়ে কাদার ভেতর থেকে ওঠাতে হয়।

জয়া কখনো ঢাকাই শাড়ি পরে ছবি তুলে বিতর্কে জড়িয়েছেন। আবার কখনো জানিয়েছেন, জীবনে খুশি থাকাটাই তার কাছে অগ্রাধিকার। তাই বাড়ির লোকজন, বাগান ও পোষ্যকে নিয়ে অবসর কাটান বলেই জানান অভিনেত্রী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5b07
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন