English

34.4 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
- Advertisement -

ডোনার ভূমিকায় কে রাজকুমারের বিপরীতে ‘সৌরভ-ঘরনি’

- Advertisements -

নাসিম রুমি: চুপিসারে সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের কাজ এগোচ্ছে। চিত্রনাট্য তৈরির কাজ শেষ। জোরকদমে অভিনেতা নির্বাচন পর্ব চলছে। রাজকুমার রাও ‘দাদা’র ভূমিকায় পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এবং সৌরভ নিজে তার ওপর ভরসা করছেন।

ইতোমধ্যে অভিনেতা নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন। সাবেক ক্রিকেট অধিনায়কের একটি ছবির সঙ্গে মিলিয়ে রাজকুমারের হুবহু একটি লুক ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও অনেকেরই দাবি— ওই ছবি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো।

পাশাপাশি আরও একটি খবর শোনা যাচ্ছে। কোনোভাবেই ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করবেন না অভিনেত্রী তৃপ্তি দিমরি। তিনি জনপ্রিয় অভিনেত্রী হলেও সৌরভ-ঘরনির চেহারার সঙ্গে তার কোনো মিল নেই। ডোনার চেহারায় বাঙালিয়ানা প্রবল। তাই এ ছবির অভিনেতা নির্বাচক মুকেশ ছাবড়া নাকি ঠিক করেছেন, বাংলার প্রথম সারির নায়িকাকেই ‘মহারাজ’-এর ঘরনি হিসাবে বাছাই করবেন।

গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) কলকাতায় এসেছিলেন মুকেশ ছাবড়া। নিজের কাজের পাশাপাশি তাকে ‘রক্তবীজ ২’ সিনেমার সেটেও দেখা যায়। সেখান থেকেই গুঞ্জন ছড়িয়েছে— ডোনা গাঙ্গুলীর চরিত্রের জন্য প্রাথমিকভাবে নাকি মিমি চক্রবর্তীর নাম উঠে এসেছে। মিমি ‘রক্তবীজ ২’-এরও নায়িকা। মুকেশের নজর আকর্ষণ করেছেন সাবেক সংসদ সদস্য। এ ছাড়া আরও একটি নাম শোনা যাচ্ছে। তিনি ইশা সাহা। ইশার চেহারায় বাঙালিয়ানার ছাপ যথেষ্ট। সেই কথা মাথায় রেখেই নাকি তার কথাও ভাবা হচ্ছে। সৌরভের বায়োপিকের শুটি শুরু হবে চলতি বছরের জুলাইয়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xc8j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন