English

26.8 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
- Advertisement -

ঢাকাই চলচ্চিত্রের অতি পরিচিত মুখ অভিনেতা করিম-এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

ঢাকাই চলচ্চিত্রের অতি পরিচিত মুখ অভিনেতা করিম (আব্দুল করিম খান)-এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৯ সালের ২২ জুলাই, ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রয়াত গুণি এই অভিনেতার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

সৎ মানুষ, প্রেমের অহংকার, অধিকার চাই, ভুলোনা আমায়, মুক্তির গান, ভয়ানক সংঘর্ষ, মাটির ময়না’সহ অসংখ্য ছবিতে তিনি ছোট ছোট চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। তাঁর অভিনীত চরিত্রগুলোর, সময়সীমা খুবই কম থাকত, কোনো কোনো ছবিতে একটি দৃশ্য বা একটি সংলাপ- ব্যস..। তবুও এতো সংখ্যক ছবিতে অভিনয় করেছেন যে, দর্শকদের কাছে তিনি খুবই পরিচিত ও জনপ্রিয় অভিনেতা ছিলেন।

আমরা হয়তো এ ধরণের অভিনেতাদের শিল্পী বলে বিবেচিত করি না, বা মরে যাওয়ার পর মনে রাখার চেষ্টাও করি না। তবুও- চলচ্চিত্রের মানুষদের কাছে অতি প্রিয় ‘করিম চাচা’ বলে খ্যাত, আব্দুল করিম খান-এর অভিনীতমুখ বিভিন্ন সিনেমার পর্দায় যখন ভেসে উঠবে, তখন তিনি তাঁর অস্তিত্ব জানান দিবেন, যে আমিও ছিলাম চলচ্চিত্রের একজন।

অভিনেতা করিম খান অনন্তলোকে ভালো থাকুন, এই আমাদের প্রার্থণা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l16e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন