English

31.9 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

তরুণ ট্রাম্পের চরিত্রে দুর্দান্ত স্ট্যান, অস্কার–দৌড়ে পারবেন কি?

- Advertisements -

জনপ্রিয় অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যানের ২০২৪ সালের সিনেমা ‘দ্য অ্যাপ্রেনটিস’ অস্কারের জন্য মনোনীত হয়েছেন। এখানে তিনি তরুণ ডোনাল্ড ট্রাম্পের চরিত্রে অভিনয় করেছেন, যা ১৯৭০ ও ১৯৮০-এর দশকের সত্য ঘটনাবলির উপর ভিত্তি করে নির্মিত।

‘দ্য অ্যাপ্রেনটিস’ ডোনাল্ড ট্রাম্পের ঠিক বায়োপিক নয়, বরং তরুণ বয়সের ট্রাম্পের গল্প। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে নানা বিতর্ক হয়েছে। এবারের অস্কারে আলী আব্বাসি পরিচালিত সিনেমাটি পেয়েছে দুই মনোনয়ন। পর্দায় ডোনাল্ড ট্রাম্প হয়ে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন সেবাস্তিয়ান স্ট্যান। এখন প্রশ্ন, শেষ পর্যন্ত কি অস্কার জিতবেন স্ট্যান?

২০২৪ সালের ১১ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পুরো সিনেমাটি সেভাবে প্রশংসিত না হলেও ট্রাম্পের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন সেবাস্তিয়ান স্ট্যান। দ্য অ্যাপ্রেনটিস বানিয়েছেন ইরানি বংশোদ্ভূত ড্যানিশ নির্মাতা আলী আব্বাসি।

বিবিসি এ ছবির সমালোচনায় বলেছে, তরুণ ট্রাম্প হিসেবে স্ট্যান দারুণ। তাঁর অঙ্গভঙ্গি, হাঁটাচলা ছিল দারুণ। তবে তিনি যে ট্রাম্পের ক্যারিকেচার না করে বরং পর্দার চরিত্র হয়ে ওঠার চেষ্টার করেছেন, এটা ছিল সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।

কিছুদিন আগেই চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে সেবাস্তিয়ান স্ট্যান জানান, ব্যক্তিগতভাবে তিনি ট্রাম্পের ভক্ত নন, কিন্তু পর্দায় ট্রাম্পের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে কোনো আপস করেননি। বরং তাঁর সামর্থ্যের চেয়ে অন্তত ১০ শতাংশ বেশি দিয়েছেন।

তরুণ বয়সের ট্রাম্প হয়ে উঠতে শারীরিক চ্যালেঞ্জই ছিল বেশি। সেবাস্তিয়ান স্ট্যান জানান, নিজের ফোনে ট্রাম্পের পাঁচ শতাধিক ভিডিও নিয়ে ঘুরেছেন তিনি। বিভিন্ন সময় ও অ্যাঙ্গেলে ধারণ করা এসব ভিডিও দেখে পর্দায় ট্রাম্প হয়ে ওঠার প্রস্তুতি নিয়েছেন। অভিনেতার ভাষ্যে, ‘এসব ভিডিওতে তাঁর হাঁটাচলা, কথা বলার ভঙ্গি, উচ্চারণ ইত্যাদি বিষয় খেয়াল করেছি। এ ছাড়া তাঁর প্রচুর সাক্ষাৎকার পড়েছি, নিজের মতো করে একটা চরিত্র দাঁড় করানোর চেষ্টা করেছি।’ এ ছাড়া ওজন বাড়াতে হয়েছে ১৪ পাউন্ড।

সমালোচকেরা বলছেন, খুব নাটকীয় কিছু না হলে সেরা অভিনেতা হিসেবে স্ট্যানের পুরস্কার জেতার আশা কম। তবে ব্যাপারটা যখন অস্কার, নাটকীয় কিছু যে হবে না, তা কেই–বা বলতে পারে!

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o1tu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন