করোনার হানা এবার ‘বাহুবলী’ নায়িকা তামান্না ভাটিয়ার পরিবারে। বুধবার ইনস্টাগ্রাম পোস্টে বাবা-মা’র কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন তামান্না। তবে নায়িকা এবং তার স্টাফদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
তামান্না লেখেন, এই সপ্তাহে আমার বাবা-মায়ের মধ্যে করোনার উপসর্গ ছিল। সেই কারণে সতর্কতা স্বরূপ বাড়ির সকলে করোনা পরীক্ষা করাই। রেজাল্ট এসে গিয়েছে। দুর্ভাগ্যবশত আমার বাবা-মা’র রিপোর্ট পজিটিভ। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে এবং আমরা সকল রকম ব্যবস্থা গ্রহণ করছি। করোনা সংক্রান্ত সব নির্দেশিকা মানা হচ্ছে।
তামান্না আরও জানান, তার এবং বাড়ির সমস্ত স্টাফদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি তার বাবা-মা’র দ্রুত আরোগ্যের জন্য অনুরাগীদের প্রার্থনা করতে বলেছেন এবং আশ্বস্ত করেছেন চিন্তার কোনো কারণ নেই।
এর আগে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন পরিবারে করোনা হানা দিয়েছিল। অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য, আরাধ্যা করোনায় আক্রান্ত হয়েছিলেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/2r2l
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন